বিশ্বের বিভিন্ন দেশে একযোগে মুক্তি পেলেও ভারত ও পাকিস্তানে শাকিব খান ও সোনাল চৌহান অভিনীত বিগ বাজেট সিনেমা ‘দরদ’-এর মুক্তি হয়নি। ১৫ নভেম্বর বাংলাদেশে ৮৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমাটি বিশ্বের ২২টি দেশে একযোগে প্রদর্শিত হয়েছে। তবে ভারত ও পাকিস্তানে সিনেমাটির মুক্তি বন্ধ রয়েছে।
‘দরদ’ একটি রোমান্টিক ও থ্রিলারধর্মী সিনেমা, যেখানে শাকিব খান তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। তিনি চরিত্র ‘দুলু মিয়া’ হিসেবে কখনও বোকা, কখনও পাগল, কখনও প্রেমিক, আবার কখনও খুনি রূপে উপস্থিত হয়েছেন। এটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা।
এদিকে, বাংলাদেশের ৮৩টি প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করলেও, দেশের অস্থিতিশীল পরিবেশের কারণে মুক্তির দ্বিতীয় দিন থেকেই দর্শক সংখ্যা কমতে শুরু করে।
তবে ভালো খবর হলো, ‘দরদ’ ৬ ডিসেম্বর মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে ১৮টি সিনেমা হলে। শাকিব খানের আগের সিনেমা ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ সেখানকার প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল, আর সেগুলোর সাফল্যের পর ‘দরদ’-এর জন্য মালয়েশিয়ায় বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে। সিনেমাটি মালয়েশিয়ায় মালয় ভাষা ও ইংরেজি সাবটাইটেলসহ প্রদর্শিত হবে, এবং দেশটির উন্নত সিনেমা প্রযুক্তি দর্শকদের এক অনন্য অভিজ্ঞতা প্রদান করবে।
মালয়েশিয়ার প্রবাসী শাকিব ভক্তরা আশা করছেন, ‘দরদ’ সিনেমা হলগুলোতে হাউজফুল হবে এবং শাকিব খান নিজেও ৮ ডিসেম্বর মালয়েশিয়াতে আসবেন।