বলিউডের প্রখ্যাত সংগীতশিল্পী উদিত নারায়ণ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন। এক লাইভ পারফরম্যান্সের সময় নারী ভক্তদের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়েন তিনি, যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই অনেকেই উদিত নারায়ণকে তার বয়স এবং ভারতীয় সভ্যতা-সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রাখতে তোপ দিচ্ছেন। ভিডিওতে দেখা যায়, উদিত নারায়ণ মঞ্চে তাঁর জনপ্রিয় গান ‘টিপ টিপ বারসা পানি’ গাইতে গাইতে নারী ভক্তদের সঙ্গে সেলফি তুলছেন এবং এক সময় একজন নারী ভক্তের ঠোঁটে চুমু খাচ্ছেন।
এই ঘটনার পর নেটিজেনরা নানা মন্তব্য করতে শুরু করেন। অনেকেই বলছেন, বয়সের সঙ্গে উদিতের আচরণ পরিবর্তন হয়ে গেছে, কেউ আবার তাকে ‘বুড়ো বয়সে ভীমরতি’ হওয়ার কথা বলছেন। এমন পরিস্থিতিতে উদিত নারায়ণ তার সমালোচনার জবাব দিয়েছেন।
হিন্দুস্তান টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, “ফ্যানদের পাগলামি এ রকমই হয়। আমরা শিল্পীরা ভীষণই সরল সাদাসিধে, এ রকম নই। কিছু মানুষ উৎসাহ নিয়ে এসে এভাবেই ভালোবাসা প্রদর্শন করে প্রিয় শিল্পীর প্রতি। তাদের ফিরিয়ে দিয়ে কী লাভ বলুন? ভিড়ে কত রকম মানুষ থাকে। আমাদের চারপাশে নিরাপত্তারক্ষীরাও থাকেন। তবে অনুরাগীরা এসবের মাঝেই একমুহূর্তের জন্য দেখা করার কথা ভাবেন। কেউ হাত বাড়িয়ে দেন করমর্দন করার জন্য, কেউ হাতে চুমু খান। এগুলো ভক্তদের উন্মাদনা ছাড়া কিছুই নয়। এগুলোয় এত মাথা ঘামানোর কিছু নেই।”
উদিত নারায়ণের দীর্ঘ সংগীতজীবন রয়েছে। তিনি ‘কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমার গানের মাধ্যমে বলিউডে তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন এবং পরবর্তীতে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন। শুধু হিন্দি নয়, বাংলা, অসমিয়া, তামিল, তেলুগু, কন্নড়, নেপালি, ভোজপুরি, ওড়িয়া, সিন্ধি—এমন বিভিন্ন ভাষায় গান গেয়েছেন তিনি। উদিত নারায়ণ ভারতের ইতিহাসে অন্যতম সেরা গায়ক হিসেবে পরিচিত, যিনি জাতীয় পুরস্কারসহ অসংখ্য সম্মাননা অর্জন করেছেন।
তবে, তার এই বিতর্কিত ভিডিও এবং সমালোচনার পর, গায়ক নিজেই জানিয়ে দিয়েছেন, তার জন্য এটি কোনো বড় ব্যাপার নয় এবং ভক্তদের উন্মাদনা হিসেবে তিনি বিষয়টি দেখছেন।