তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সম্প্রতি একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগ সম্পর্কে তার মতামত ব্যক্ত করেছেন। তিনি বলেন, “আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ মতাদর্শে কোনো রাজনীতি করার সুযোগ নেই।” এর কারণ হিসেবে তিনি বলেন, “আওয়ামী লীগের মতাদর্শ ফ্যাসিবাদী, যার ভিত্তিতে গত ১৫ বছর ধরে রাজনীতি চলেছে এবং গণহত্যা ঘটেছে। যারা ভুল বুঝতে পারবেন, তাদের ওই আদর্শ ত্যাগ করতে হবে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের রাজনৈতিক ও নাগরিক অধিকারের কোনো সমস্যা নেই। তারা অন্য দলে যোগ দিতে পারে বা নতুন দল গঠন করতে পারে।”
আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “যাদের দৃশ্যমান অবস্থান নেই, তাদের কর্মসূচি কী হতে পারে? তারা মূলত আতঙ্ক তৈরি করার জন্য এসব করছে, যেখানে জননিরাপত্তার বিষয় রয়েছে। ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন। তারা বিভিন্ন জায়গায় গুপ্ত হামলার চেষ্টা করছে, গুজব ছড়াচ্ছে। তাদের মধ্যে অনেকে মামলার আসামি, পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে।”
ভারতের ভূমিকা নিয়েও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, “ভারত সরকারকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তারা শেখ হাসিনাসহ গণহত্যায় অভিযুক্ত অনেককে আশ্রয় দিয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চলছে। ভারত সরকার যদি সহযোগিতা না করত, তবে তারা এসব করতে পারত না। আমরা ভারত থেকে দায়িত্বশীল আচরণ আশা করি।”
আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, এ প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, অথবা তারা নির্বাচনে অংশ নিতে পারবে কি না, তা নির্ভর করবে জাতীয় ঐকমত্যের ওপর। আদালত, নির্বাচন কমিশন এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের ওপরই এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা যারা অভ্যুত্থান করেছি, তারা মনে করি, আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক ও আইনগত ভিত্তি নেই।”
অবশেষে, আওয়ামী লীগের রিকন্সিলিয়েশন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “আমি এটা বলেছি, কিন্তু আওয়ামী লীগের ব্যানারে, শেখ পরিবার বা চিহ্নিত দুর্নীতিবাজ ও গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই।”