ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে পারিবারিক কারণে ছুটি নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ছুটি নিয়েছিলেন। এবার দিলেন সুখবর। প্রথমবার সন্তানের বাবা হয়েছেন টাইগার এই পেসার।
বিয়ের সাড়ে পাঁচ বছর পর পেলেন এই সুখবর। সোশ্যাল মিডিয়াতে নতুন অতিথি আসার খবর নিজেই জানিয়েছেন মুস্তাফিজ। এক পোস্টে বাঁহাতি পেসার লিখেছেন, সর্বশক্তিমান আল্লাহর কৃপায় আমরা পুত্র সন্তানের বাবা-মা হলাম। বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছেন। আপনাদের প্রার্থনা কামনা করছি।
প্রসঙ্গত, ২০১৯ সালে নিজ জেলা সাতক্ষীরার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া পারভীন শিমুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুস্তাফিজুর রহমান।