ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কনসার্টের মাঝেই অসুস্থ সনু নিগম! এখন শয্যাশায়ী

ভারতের জনপ্রিয় গায়ক সনু নিগম সম্প্রতি মঞ্চে গান গাইতে গাইতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। পুণেতে একটি কনসার্টে অংশ নিয়ে নীল স্যুট, সাদা শার্ট ও চশমায় একের পর এক জনপ্রিয় গান গাইছিলেন তিনি। তবে আচমকা পিঠে তীব্র ব্যথা অনুভব করেন সনু। প্রথমে তিনি মনে করেন, এটি শুধুমাত্র পেশিতে টান ধরেছে। কিন্তু শীঘ্রই ব্যথা বাড়তে থাকে, যা তাকে গান বন্ধ করে মঞ্চ থেকে নামতে বাধ্য করে।

 

মঞ্চ থেকে নেমে কোমর-পা টেনে মালিশ করার চেষ্টা করেন তিনি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত তাকে কনসার্ট ছেড়ে যেতে হয় এবং গাড়িতে তোলার সময় তার চোখে পানি চলে আসে। সনু নিগম তার শয্যাশায়ীর একটি ভিডিও পোস্ট করে জানিয়ে দেন যে, তিনি বর্তমানে অসহ্য যন্ত্রণায় ভুগছেন। ভিডিওতে সনু বলেন, “এটা সত্যিই এক দুঃস্বপ্নের মতো দিন ছিল। আমি যখন গান গাচ্ছিলাম এবং নাচছিলাম, তখন মনে হয়েছিল এটি শুধু পেশির খিঁচুনি। তবে যখন ব্যথা আরও তীব্র হয়ে ওঠে, তখন বুঝতে পারলাম এটি কিছু গুরুতর।”

 

সনু আরও জানান, “বেশ কিছু সময় ধরে শিরদাঁড়ায় সূচ বিঁধে যাওয়ার মতো অনুভূতি হচ্ছিল। আর একটু নড়াচড়া করলেই সেটা আরও গভীরে প্রবেশ করবে বলে মনে হচ্ছিল।”

 

তবে, সনু নিগম তার দর্শকদের হতাশ করতে চাননি। গায়ক বলেন, “যতটা সম্ভব চেষ্টা করেছি সামলে নিতে, কারণ দর্শকদের প্রত্যাশা আমার থেকে অনেক বেশি।”

 

ভারতের এই কিংবদন্তি গায়ক সনু নিগম মূলত হিন্দি সঙ্গীত জগতে তার অসাধারণ কণ্ঠ দিয়ে ব্যাপক জনপ্রিয়। তিনি ১০ হাজারেরও বেশি গান গেয়েছেন বিভিন্ন ভারতীয় ভাষায়, যার মধ্যে কন্নড়, বাংলা, তামিল, তেলুগু, গুজরাটি, ওড়িয়া, মালায়ালাম, এবং আরও বহু ভাষা রয়েছে।

এখন শয্যাশায়ী সনু নিগম শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন, এমন আশা তার অনুরাগীদের।

কনসার্টের মাঝেই অসুস্থ সনু নিগম! এখন শয্যাশায়ী

আপডেট সময়: ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

ভারতের জনপ্রিয় গায়ক সনু নিগম সম্প্রতি মঞ্চে গান গাইতে গাইতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। পুণেতে একটি কনসার্টে অংশ নিয়ে নীল স্যুট, সাদা শার্ট ও চশমায় একের পর এক জনপ্রিয় গান গাইছিলেন তিনি। তবে আচমকা পিঠে তীব্র ব্যথা অনুভব করেন সনু। প্রথমে তিনি মনে করেন, এটি শুধুমাত্র পেশিতে টান ধরেছে। কিন্তু শীঘ্রই ব্যথা বাড়তে থাকে, যা তাকে গান বন্ধ করে মঞ্চ থেকে নামতে বাধ্য করে।

 

মঞ্চ থেকে নেমে কোমর-পা টেনে মালিশ করার চেষ্টা করেন তিনি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত তাকে কনসার্ট ছেড়ে যেতে হয় এবং গাড়িতে তোলার সময় তার চোখে পানি চলে আসে। সনু নিগম তার শয্যাশায়ীর একটি ভিডিও পোস্ট করে জানিয়ে দেন যে, তিনি বর্তমানে অসহ্য যন্ত্রণায় ভুগছেন। ভিডিওতে সনু বলেন, “এটা সত্যিই এক দুঃস্বপ্নের মতো দিন ছিল। আমি যখন গান গাচ্ছিলাম এবং নাচছিলাম, তখন মনে হয়েছিল এটি শুধু পেশির খিঁচুনি। তবে যখন ব্যথা আরও তীব্র হয়ে ওঠে, তখন বুঝতে পারলাম এটি কিছু গুরুতর।”

 

সনু আরও জানান, “বেশ কিছু সময় ধরে শিরদাঁড়ায় সূচ বিঁধে যাওয়ার মতো অনুভূতি হচ্ছিল। আর একটু নড়াচড়া করলেই সেটা আরও গভীরে প্রবেশ করবে বলে মনে হচ্ছিল।”

 

তবে, সনু নিগম তার দর্শকদের হতাশ করতে চাননি। গায়ক বলেন, “যতটা সম্ভব চেষ্টা করেছি সামলে নিতে, কারণ দর্শকদের প্রত্যাশা আমার থেকে অনেক বেশি।”

 

ভারতের এই কিংবদন্তি গায়ক সনু নিগম মূলত হিন্দি সঙ্গীত জগতে তার অসাধারণ কণ্ঠ দিয়ে ব্যাপক জনপ্রিয়। তিনি ১০ হাজারেরও বেশি গান গেয়েছেন বিভিন্ন ভারতীয় ভাষায়, যার মধ্যে কন্নড়, বাংলা, তামিল, তেলুগু, গুজরাটি, ওড়িয়া, মালায়ালাম, এবং আরও বহু ভাষা রয়েছে।

এখন শয্যাশায়ী সনু নিগম শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন, এমন আশা তার অনুরাগীদের।