ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তির আগেই কোটি টাকার ব্যবসা করল পুষ্পা ২ঃ দ্য রুল

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা-২ ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। শনিবার থেকেই ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পুষ্পা-২ মুক্তির আগেই বাজিমাত করেছে। প্রথম দিনের অগ্রিম বুকিংয়েই ঝুলিতে ৫০ কোটির ব্যবসা করেছে। ১০ লাখ টিকিট বিক্রিতে ‘পুষ্পা’ ঝড়ের শুরু ভারতজুড়ে। আবার এর মধ্যে ঘোষণা এসেছে আরও একটি সিক্যুয়েল আসছে।

 

৫ ডিসেম্বর ‘পুষ্পা ২: দ্য রুল’ মুক্তি পেতে চলেছে। অগ্রিম বুকিংয়ের মাত্র এক দিনেই ১০ লাখ টিকিট বিক্রি হয়েছে। মুক্তির দু’দিন আগেই ১০ লাখ টিকিট বিক্রি হওয়ায় ‘কল্কি ২৮৯৮ এডি’, ‘বাহুবলী ২’, ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর রেকর্ড ইতিমধ্যেই ভেঙে ফেলেছে আল্লুর ‘পুষ্পা ২: দ্য রুল’।

 

সুকুমার পরিচালিত এই ছবি এরই মধ্যে অগ্রিম বুকিংয়ে ৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। নেট কালেকশন আনুমানিক ৩৫.৫৮ কোটি টাকা, এর মধ্যে তেলুগু, হিন্দি ও মালয়ালি ভাষা রয়েছে।

ইতিমধ্যেই ছবির ট্রেলার, গান দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফলেছে । পাশাপাশি ছবিতে আল্লু অর্জুনের নতুন লুকও বেশ আলোচনার সৃষ্টি করেছে। বিশেষ করে তার ‘গঙ্গামা থাল্লি’ লুকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তবে আল্লু অর্জুন কেন এমন লুক নিয়েছেন, এবং তার পেছনে কী অনুপ্রেরণা রয়েছে, তা নিয়েই তৈরি হচ্ছে নানা প্রশ্ন।

 

ছবির পোস্টার ও ট্রেলারে আল্লু অর্জুনকে দেখতে পাওয়া যাচ্ছে পাট্টু শাড়ি, নীল বডি পেইন্ট, নাকের আংটি, চুড়ি, নেকলেস এবং লেবুর মালা পরিহিত অবস্থায়, যা একদমই ঐতিহ্যবাহী গয়নার মতো। তার এই লুকটি সম্পূর্ণভাবে অ্যান্ড্রোজিনাস স্টাইলে ডিজাইন করা, যেখানে নারী ও পুরুষের লুকের মিল দেখা যাচ্ছে। এই স্টাইলটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং এটি ভক্তদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

 

আল্লু অর্জুনের ‘গঙ্গামা থাল্লি’ লুক কারণ হিসাবে জানা গেছে যে এই লুকটি ভারতীয় পুরাণ এবং বিশেষ করে দেবী ‘গঙ্গামা থাল্লির’ রূপ থেকে অনুপ্রাণিত। ‘গঙ্গামা বা গঙ্গামা থালি’ দক্ষিণ ভারতের তিরুপতি অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেবী, যাকে শান্তি ও সুরক্ষার দেবী হিসেবে পূজা করা হয়। গঙ্গামাকে নারীর সুরক্ষার সঙ্গে যুক্ত হিসাবেও দেখা হয় । দেবী গঙ্গামা থাল্লির পুজো তিরুপতি অঞ্চলে বিশেষভাবে ব্যাপক প্রচলিত।

 

আল্লু অর্জুনের এই লুকটি আসলে ‘গঙ্গামা’ জটারা উৎসব থেকে অনুপ্রাণিত, যা প্রতি বছর মে মাসে তিরুপতির বিখ্যাত ‘গঙ্গামা’ পুজোর সময় উদযাপিত হয়। এই উৎসবে মানুষের মধ্যে দাপ্পুর শব্দ শুনতে পাওয়া যায়, যা উৎসবের শুরুকে চিহ্নিত করে। পুরো অনুষ্ঠানটি দেবী গঙ্গামার আশীর্বাদ পেতে ভক্তদের নানা আচার পালন করে।

 

এছাড়া, ‘গঙ্গামা’দেবী মহিলাদের সুরক্ষা এবং শান্তি রক্ষার প্রতীক হিসেবে পূজিত হন, তাই আল্লু অর্জুনের ছবিতে তার ‘গঙ্গামা থাল্লি’ লুক তুলে ধরা হয়েছে। ছবির মাধ্যমে আল্লু অর্জুন নারীদের সুরক্ষা ও শান্তির প্রতীক হিসেবে গঙ্গামার রূপে দর্শকদের সামনে উপস্থিত হচ্ছেন।

 

‘পুষ্পা-২’ছবির তেলেগু টু ডি ভার্সন অগ্রিম বুকিংয়ে ব্যবসা করেছে ১৭.১৬ কোটি রুপি। এবং হিন্দি ভার্সন অগ্রিম বুকিংয়ে তুলেছে ১২ কোটি রুপি। অন্যদিকে তামিল ভার্সনে ৮২.৪ লাখ এবং মালায়লাম ভার্সনে ১.২ কোটি রুপি অগ্রিম বুকিংয়ে ঘরে তুলেছে।

 

প্রসঙ্গত, ‘পুষ্পা-২’ বিশ্বের তিন হাজার স্থানে বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কন্নড় ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা-২: দ্য রুল’, যা মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে।

 

দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সিনে বিশেষজ্ঞদের মতে, এই ছবি ওপেনিং ডেতেই কেজিএফ টু-এর ব্যবসার রেকর্ড ভেঙে চুরমার করবে।

মুক্তির আগেই কোটি টাকার ব্যবসা করল পুষ্পা ২ঃ দ্য রুল

আপডেট সময়: ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা-২ ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। শনিবার থেকেই ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পুষ্পা-২ মুক্তির আগেই বাজিমাত করেছে। প্রথম দিনের অগ্রিম বুকিংয়েই ঝুলিতে ৫০ কোটির ব্যবসা করেছে। ১০ লাখ টিকিট বিক্রিতে ‘পুষ্পা’ ঝড়ের শুরু ভারতজুড়ে। আবার এর মধ্যে ঘোষণা এসেছে আরও একটি সিক্যুয়েল আসছে।

 

৫ ডিসেম্বর ‘পুষ্পা ২: দ্য রুল’ মুক্তি পেতে চলেছে। অগ্রিম বুকিংয়ের মাত্র এক দিনেই ১০ লাখ টিকিট বিক্রি হয়েছে। মুক্তির দু’দিন আগেই ১০ লাখ টিকিট বিক্রি হওয়ায় ‘কল্কি ২৮৯৮ এডি’, ‘বাহুবলী ২’, ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর রেকর্ড ইতিমধ্যেই ভেঙে ফেলেছে আল্লুর ‘পুষ্পা ২: দ্য রুল’।

 

সুকুমার পরিচালিত এই ছবি এরই মধ্যে অগ্রিম বুকিংয়ে ৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। নেট কালেকশন আনুমানিক ৩৫.৫৮ কোটি টাকা, এর মধ্যে তেলুগু, হিন্দি ও মালয়ালি ভাষা রয়েছে।

ইতিমধ্যেই ছবির ট্রেলার, গান দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফলেছে । পাশাপাশি ছবিতে আল্লু অর্জুনের নতুন লুকও বেশ আলোচনার সৃষ্টি করেছে। বিশেষ করে তার ‘গঙ্গামা থাল্লি’ লুকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তবে আল্লু অর্জুন কেন এমন লুক নিয়েছেন, এবং তার পেছনে কী অনুপ্রেরণা রয়েছে, তা নিয়েই তৈরি হচ্ছে নানা প্রশ্ন।

 

ছবির পোস্টার ও ট্রেলারে আল্লু অর্জুনকে দেখতে পাওয়া যাচ্ছে পাট্টু শাড়ি, নীল বডি পেইন্ট, নাকের আংটি, চুড়ি, নেকলেস এবং লেবুর মালা পরিহিত অবস্থায়, যা একদমই ঐতিহ্যবাহী গয়নার মতো। তার এই লুকটি সম্পূর্ণভাবে অ্যান্ড্রোজিনাস স্টাইলে ডিজাইন করা, যেখানে নারী ও পুরুষের লুকের মিল দেখা যাচ্ছে। এই স্টাইলটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং এটি ভক্তদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

 

আল্লু অর্জুনের ‘গঙ্গামা থাল্লি’ লুক কারণ হিসাবে জানা গেছে যে এই লুকটি ভারতীয় পুরাণ এবং বিশেষ করে দেবী ‘গঙ্গামা থাল্লির’ রূপ থেকে অনুপ্রাণিত। ‘গঙ্গামা বা গঙ্গামা থালি’ দক্ষিণ ভারতের তিরুপতি অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেবী, যাকে শান্তি ও সুরক্ষার দেবী হিসেবে পূজা করা হয়। গঙ্গামাকে নারীর সুরক্ষার সঙ্গে যুক্ত হিসাবেও দেখা হয় । দেবী গঙ্গামা থাল্লির পুজো তিরুপতি অঞ্চলে বিশেষভাবে ব্যাপক প্রচলিত।

 

আল্লু অর্জুনের এই লুকটি আসলে ‘গঙ্গামা’ জটারা উৎসব থেকে অনুপ্রাণিত, যা প্রতি বছর মে মাসে তিরুপতির বিখ্যাত ‘গঙ্গামা’ পুজোর সময় উদযাপিত হয়। এই উৎসবে মানুষের মধ্যে দাপ্পুর শব্দ শুনতে পাওয়া যায়, যা উৎসবের শুরুকে চিহ্নিত করে। পুরো অনুষ্ঠানটি দেবী গঙ্গামার আশীর্বাদ পেতে ভক্তদের নানা আচার পালন করে।

 

এছাড়া, ‘গঙ্গামা’দেবী মহিলাদের সুরক্ষা এবং শান্তি রক্ষার প্রতীক হিসেবে পূজিত হন, তাই আল্লু অর্জুনের ছবিতে তার ‘গঙ্গামা থাল্লি’ লুক তুলে ধরা হয়েছে। ছবির মাধ্যমে আল্লু অর্জুন নারীদের সুরক্ষা ও শান্তির প্রতীক হিসেবে গঙ্গামার রূপে দর্শকদের সামনে উপস্থিত হচ্ছেন।

 

‘পুষ্পা-২’ছবির তেলেগু টু ডি ভার্সন অগ্রিম বুকিংয়ে ব্যবসা করেছে ১৭.১৬ কোটি রুপি। এবং হিন্দি ভার্সন অগ্রিম বুকিংয়ে তুলেছে ১২ কোটি রুপি। অন্যদিকে তামিল ভার্সনে ৮২.৪ লাখ এবং মালায়লাম ভার্সনে ১.২ কোটি রুপি অগ্রিম বুকিংয়ে ঘরে তুলেছে।

 

প্রসঙ্গত, ‘পুষ্পা-২’ বিশ্বের তিন হাজার স্থানে বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কন্নড় ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা-২: দ্য রুল’, যা মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে।

 

দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সিনে বিশেষজ্ঞদের মতে, এই ছবি ওপেনিং ডেতেই কেজিএফ টু-এর ব্যবসার রেকর্ড ভেঙে চুরমার করবে।