বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে একুশে পদকের জন্য মনোনিত হয়েছেন অভ্র কিবোর্ডের অন্যতম উদ্ভাবক মেহেদী হাসান খান। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননার জন্য গত ৬ ফেব্রুয়ার তার নাম ঘোষণা করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
আজ রবিবার মেহেদী হাসানে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, অভ্র’র জন্য শুধু মেহেদী হাসান খান নন, আরও তিনজনকে এই পদক দেওয়া হবে।
মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লেখেন, ‘আজকে খুলেই বলা যায়, আমরা জানতাম মেহদী হাসান খান পুরস্কার গ্রহণ করত আগ্রহী না। এর আগেও তাঁকে অ্যাপ্রোচ করা হয়েছিলো। তিনি পুরস্কার না নিতে পারেন জেনেও আমাদের ক্যাবিনেট থেকে আমরা পুরস্কার ঘোষণা করতে সম্মত হই। এর মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছি আমরা কাদের সেলিব্রেট করবো। কালকে তাঁর সাথে যখন কথা হয়, তিনি তখন অসম্মতই ছিলেন। ফাইনালি তিনি পুরস্কার নিতে সম্মত হন। কিন্তু তিনি একা এই কৃতিত্ব নিতে চাননি। তাঁর আরও তিন বন্ধু- রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফা- যাঁরাও অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের ছাড়া তিনি পুরস্কার নিতে চাননি।’