চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণসহ পুনর্বহালের দাবিসহ অন্যান্য দাবি আদায়ে মিছিল নিয়ে সচিবালয়ে যাওয়ার পথে বিক্ষোভকারীদের আটকে দিয়েছে পুলিশ। এসময় পুলিশ তাদের ওপর জলকামান ব্যবহার করে।
দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন কয়েকশ বিক্ষোভকারী। এসময় শিক্ষাভবনের সামনের ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যেতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সেখানে আটকে দেয়। এসময় তাদের ওপর জলকামান ব্যবহার করা হয়।
বাধা পেয়ে খাদ্য ভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন। সচিবালয়ের সামনে ব্যাপক সংখ্যক সেনা সদস্য সেখানে আছেন।