ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এবার ‘ডাইনি’ হয়ে আসছেন শাকিব খানের ‘দুষ্টু কোকিল’ মিমি!

নিজের জন্মদিনে ‘ডাইনি’ ওয়েব সিরিজের প্রথম পোস্টারে রক্তে ভেজা মুখ এবং হাতে কাটারি নিয়ে হাজির হয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, যা দেখে অনুরাগীদের মধ্যে জোরালো কৌতূহল সৃষ্টি হয়েছে। পোস্টারে তার এই চেহারা দেখে অনেকেই ভাবছেন, মিমি এবার কি ডাইনির চরিত্রে অভিনয় করবেন?

পরিচালক নির্ঝর মিত্র জানিয়েছেন, তার এই সিরিজটি ‘ডাইনি হত্যার প্রথা’-এর বিরোধিতা করতে চেয়েছে। তিনি বলেন, “এখনও রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বহু নারীকে ডাইনি অপবাদে হত্যা করা হয়। এই সিরিজ তার বিরোধিতা করবে।”

এছাড়া, সিরিজের শুটিং কলকাতা এবং উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে এবং পরিচালক বাংলায় ‘সারভাইভাল থ্রিলার’ ঘরানাকে ফিরিয়ে আনতে চান। তিনি বললেন, “বলিউডে যেমন ‘এনএইচ টেন’ বা দক্ষিণে ‘মঞ্জুমেল বয়েজ’ দেখেছি, তেমনি বাংলাতেও এই ঘরানার পুনরুত্থান হতে পারে।”

‘ডাইনি’ সিরিজটি উত্তরবঙ্গের প্রেক্ষাপটে দুই বোনের গল্প বলবে, যদিও এখনই গল্পের বিস্তারিত খোলসা করতে চাননি পরিচালক। মিমির চরিত্র সম্পর্কে তিনি বলেন, “পোস্টারের মতোই সিরিজে মিমি একটি নতুন রূপে দর্শকদের সামনে আসবেন।”

এই সিরিজে মিমির সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, শ্রুতি দাস, বিশ্বজিৎ দাস প্রমুখকে। সিরিজটি আগামী মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এবার ‘ডাইনি’ হয়ে আসছেন শাকিব খানের ‘দুষ্টু কোকিল’ মিমি!

আপডেট সময়: ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

নিজের জন্মদিনে ‘ডাইনি’ ওয়েব সিরিজের প্রথম পোস্টারে রক্তে ভেজা মুখ এবং হাতে কাটারি নিয়ে হাজির হয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, যা দেখে অনুরাগীদের মধ্যে জোরালো কৌতূহল সৃষ্টি হয়েছে। পোস্টারে তার এই চেহারা দেখে অনেকেই ভাবছেন, মিমি এবার কি ডাইনির চরিত্রে অভিনয় করবেন?

পরিচালক নির্ঝর মিত্র জানিয়েছেন, তার এই সিরিজটি ‘ডাইনি হত্যার প্রথা’-এর বিরোধিতা করতে চেয়েছে। তিনি বলেন, “এখনও রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বহু নারীকে ডাইনি অপবাদে হত্যা করা হয়। এই সিরিজ তার বিরোধিতা করবে।”

এছাড়া, সিরিজের শুটিং কলকাতা এবং উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে এবং পরিচালক বাংলায় ‘সারভাইভাল থ্রিলার’ ঘরানাকে ফিরিয়ে আনতে চান। তিনি বললেন, “বলিউডে যেমন ‘এনএইচ টেন’ বা দক্ষিণে ‘মঞ্জুমেল বয়েজ’ দেখেছি, তেমনি বাংলাতেও এই ঘরানার পুনরুত্থান হতে পারে।”

‘ডাইনি’ সিরিজটি উত্তরবঙ্গের প্রেক্ষাপটে দুই বোনের গল্প বলবে, যদিও এখনই গল্পের বিস্তারিত খোলসা করতে চাননি পরিচালক। মিমির চরিত্র সম্পর্কে তিনি বলেন, “পোস্টারের মতোই সিরিজে মিমি একটি নতুন রূপে দর্শকদের সামনে আসবেন।”

এই সিরিজে মিমির সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, শ্রুতি দাস, বিশ্বজিৎ দাস প্রমুখকে। সিরিজটি আগামী মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।