ভারতীয় সংগীতশিল্পী অনুপম রায় ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন, তবে সেগুলো দীর্ঘস্থায়ী হয়নি। তিনি বিশ্বাস করেন, সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো প্রতিশ্রুতি না থাকে, তবে সেই সম্পর্ক গড়েই ওঠে না। কিন্তু তিনি এসব বিষয়কে খুবই ব্যক্তিগত মনে করেন, তাই এগুলো নিয়ে বাইরের কাউকে জানাতে বা বেশি ভাবতে নারাজ।
প্রতি বছর ১১ ফেব্রুয়ারি ‘প্রমিস ডে’ বা ‘প্রতিশ্রুতি দিবস’ পালিত হয়, যা সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিন। ভালোবাসার সম্পর্কের মূল শর্ত হলো একে অপরকে পাশে থাকা এবং বিপদে একে অপরের হাত না ছাড়ার প্রতিজ্ঞা করা। অনুপমের মতে, এই দিনটি সম্পর্কের গুরুত্ব বুঝতে সাহায্য করে।
তবে অনুপমের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের কাছে দেওয়া প্রতিশ্রুতি। তিনি বলেন, “অন্যকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করলেও কিছু মিথ্যা দিয়ে ধামাচাপা দেওয়া যায়, কিন্তু নিজের প্রতি দেওয়া প্রতিশ্রুতি না রাখতে পারলে সেক্ষেত্রে কোনোভাবেই পার পাওয়া যায় না।”
অনুপম জানান, তিনি মাঝেমধ্যেই নিজেকে প্রতিশ্রুতি দেন, যেমন আগামী ছয় মাসে মিষ্টি ছুঁয়ে দেখবেন না, কিন্তু তা রাখতে পারেন না। বিশেষত শীতের নলেনগুড়, যা তার জন্য এক ধরনের দুর্বলতা। প্রতিদিন নিজেকে বোঝানোর চেষ্টা করলেও, দুপুরে তিনি দেখতে পান যে আড়াইখানা মিষ্টি খেয়ে ফেলেছেন। তিনি স্বীকার করেন, লোভের ফাঁদে তিনি সহজেই পড়ে যান।
অনুপম আজকাল অন্যদের দেওয়া প্রতিশ্রুতিতে খুব একটা বিশ্বাস করেন না। তিনি বলেন, “মানুষের ধর্মই হলো প্রতিশ্রুতি ভঙ্গ করা। ছোটবেলায় এ বিষয়ে কষ্ট পেতাম, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এসব বিষয় সহজ হয়ে গেছে। মানুষ যা ভাবেন, তা এক এবং যা হয়, তা আরেক—এটাই জীবনের বাস্তবতা।”
এই কারণে, তিনি নিজের জীবন নিজের মতো গুছিয়ে নিতে পছন্দ করেন, তবে এর বেশি কিছু বলতে চান না।