ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিসিএসসহ সরকারি চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হচ্ছে

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি কমিয়ে ২০০ টাকা করা হচ্ছে। একইসঙ্গে সরকারি, আধাসরকারি ও ব্যাংকে চাকরির আবেদন ফিও সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হচ্ছে। এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

 

আজ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, সরকারি, আধাসরকারি, ব্যাংক এবং বিমা প্রতিষ্ঠানে চাকরির আবেদনে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত নিতে পারবে। বিসিএস ভাইভা ২০০ নম্বরের জায়গায় ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে।

 

বিসিএসে প্রতিবন্ধী আবেদনকারীদের অন্যদের মতো নির্ধারিত ফির বাইরে বাড়তি কোনো অর্থ দিতে হবে না বলেও জানান সিনিয়র সচিব।

 

এর আগে গত ২ ডিসেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমানোর বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

 

গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বিপিএসসি। সেখানে আবেদন ফি ৭০০ টাকা এবং বিশেষ ক্ষেত্রে ১০০ টাকা উল্লেখ ছিল।

বিসিএসসহ সরকারি চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হচ্ছে

আপডেট সময়: ০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি কমিয়ে ২০০ টাকা করা হচ্ছে। একইসঙ্গে সরকারি, আধাসরকারি ও ব্যাংকে চাকরির আবেদন ফিও সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হচ্ছে। এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

 

আজ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, সরকারি, আধাসরকারি, ব্যাংক এবং বিমা প্রতিষ্ঠানে চাকরির আবেদনে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত নিতে পারবে। বিসিএস ভাইভা ২০০ নম্বরের জায়গায় ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে।

 

বিসিএসে প্রতিবন্ধী আবেদনকারীদের অন্যদের মতো নির্ধারিত ফির বাইরে বাড়তি কোনো অর্থ দিতে হবে না বলেও জানান সিনিয়র সচিব।

 

এর আগে গত ২ ডিসেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমানোর বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

 

গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বিপিএসসি। সেখানে আবেদন ফি ৭০০ টাকা এবং বিশেষ ক্ষেত্রে ১০০ টাকা উল্লেখ ছিল।