ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কাল ‘তারুণ্যের উৎসব’ মাতাবেন জেমস, কনসার্ট সবার জন্য উন্মুক্ত

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’।

মেলা, ক্রীড়া প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেমিনারসহ নানা ধরনের আয়োজনের মধ্য দিয়ে সাজানো হয়েছে এই উৎসব। উৎসবটি ১৩ ফেব্রুয়ারি শেষ হবে এবং এদিন অনুষ্ঠিত হবে উৎসবের সমাপনী অনুষ্ঠান, যেখানে মঞ্চ মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী নগর বাউল জেমস।

জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন গণমাধ্যমে জানিয়েছেন, ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় উৎসবের সমাপনী অনুষ্ঠানে থাকছে জেমসের চমক।

জেমস বলেন, ‘আমার পথচলার অন্যতম শক্তি হলো তারুণ্য। আমি তাদের জন্যই গান গাই। সেই তারুণ্যের উৎসবে অংশ নিতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাগত জানাই।’

এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে কনসার্ট, যা চলবে মধ্যরাত পর্যন্ত। নগর বাউল জেমস ছাড়াও মঞ্চে গাইবেন জনপ্রিয় ব্যান্ড আর্টসেল।

‘তারুণ্যের উৎসব’ আয়োজন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর।

কাল ‘তারুণ্যের উৎসব’ মাতাবেন জেমস, কনসার্ট সবার জন্য উন্মুক্ত

আপডেট সময়: ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’।

মেলা, ক্রীড়া প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেমিনারসহ নানা ধরনের আয়োজনের মধ্য দিয়ে সাজানো হয়েছে এই উৎসব। উৎসবটি ১৩ ফেব্রুয়ারি শেষ হবে এবং এদিন অনুষ্ঠিত হবে উৎসবের সমাপনী অনুষ্ঠান, যেখানে মঞ্চ মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী নগর বাউল জেমস।

জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন গণমাধ্যমে জানিয়েছেন, ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় উৎসবের সমাপনী অনুষ্ঠানে থাকছে জেমসের চমক।

জেমস বলেন, ‘আমার পথচলার অন্যতম শক্তি হলো তারুণ্য। আমি তাদের জন্যই গান গাই। সেই তারুণ্যের উৎসবে অংশ নিতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাগত জানাই।’

এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে কনসার্ট, যা চলবে মধ্যরাত পর্যন্ত। নগর বাউল জেমস ছাড়াও মঞ্চে গাইবেন জনপ্রিয় ব্যান্ড আর্টসেল।

‘তারুণ্যের উৎসব’ আয়োজন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর।