ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দ্রুত জাতীয় নির্বাচনের আশা করছে বিএনপি: মির্জা ফখরুল

দ্রুততম সময়ের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্পন্ন হবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ জানান।

 

মির্জা ফখরুল বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা কথা বলেছেন। আমরাও নিজেদের কথা তুলে ধরেছি। এই ঐক্যমঞ্চের মধ্যদিয়ে ঐকমত্যের ভিত্তিতে ন্যূনতম সংস্কার কাজ শেষে দ্রুতই জাতীয় নির্বাচন আয়োজন সম্পন্ন হবে বলে মনে করি।নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা বলেছি, জাতীয় সংসদ নির্বাচন সবার আগে হতে হবে। তারপরে স্থানীয় নির্বাচন।

 

প্রাথমিকভাবে আলোচনা শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, আলোচনা চলবে। সবার মতামতের ভিত্তিতেই নির্বাচন আয়োজন হবে এদিকে নির্বাচন আয়োজন নিয়ে ঐকমত্যের বৈঠকে দেশের ২৬টি দল এবং জোটের ১০০ জনের মতো প্রতিনিধি অংশ নেন।

 

ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে পুলিশের কার্যক্রমসহ নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের জন্য জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা করবে। এ বিষয়ে পদক্ষেপের সুপারিশ করবে জাতীয় ঐকমত্য কমিশন। এই কমিশনের সাচিবিক দায়িত্ব পালন করবে প্রধান উপদেষ্টার কার্যালয়।

 

আজকের বৈঠকে প্রদান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংসে দেশের জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আছে। আর জাতিসংঘের যে প্রতিবেদনটি এসেছে, তার মাধ্যমে পুরো বিশ্ব জানতে পেরেছে যে কেমন নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছেন হাসিনা।

দ্রুত জাতীয় নির্বাচনের আশা করছে বিএনপি: মির্জা ফখরুল

আপডেট সময়: ০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

দ্রুততম সময়ের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্পন্ন হবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ জানান।

 

মির্জা ফখরুল বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা কথা বলেছেন। আমরাও নিজেদের কথা তুলে ধরেছি। এই ঐক্যমঞ্চের মধ্যদিয়ে ঐকমত্যের ভিত্তিতে ন্যূনতম সংস্কার কাজ শেষে দ্রুতই জাতীয় নির্বাচন আয়োজন সম্পন্ন হবে বলে মনে করি।নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা বলেছি, জাতীয় সংসদ নির্বাচন সবার আগে হতে হবে। তারপরে স্থানীয় নির্বাচন।

 

প্রাথমিকভাবে আলোচনা শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, আলোচনা চলবে। সবার মতামতের ভিত্তিতেই নির্বাচন আয়োজন হবে এদিকে নির্বাচন আয়োজন নিয়ে ঐকমত্যের বৈঠকে দেশের ২৬টি দল এবং জোটের ১০০ জনের মতো প্রতিনিধি অংশ নেন।

 

ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে পুলিশের কার্যক্রমসহ নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের জন্য জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা করবে। এ বিষয়ে পদক্ষেপের সুপারিশ করবে জাতীয় ঐকমত্য কমিশন। এই কমিশনের সাচিবিক দায়িত্ব পালন করবে প্রধান উপদেষ্টার কার্যালয়।

 

আজকের বৈঠকে প্রদান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংসে দেশের জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আছে। আর জাতিসংঘের যে প্রতিবেদনটি এসেছে, তার মাধ্যমে পুরো বিশ্ব জানতে পেরেছে যে কেমন নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছেন হাসিনা।