ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে সাবেক পৌর মেয়রসহ আটক ২

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি পৌরসভার সাবেক মেয়র মুক্তার আলী ও আড়ানি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদকে আটক করা হয়েছে। গতকাল রোববার দুপুরে তাঁদের আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

 

পুলিশ জানায়, তাঁদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, সন্ত্রাসী হামলা, মারপিটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা আছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে তাঁরা আত্মগোপনে চলে যান। গতকাল ডিবি পুলিশ রাজশাহী মহানগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের দুজনকে আটক করে। এরপর তাঁদের থানায় হস্তান্তর করা হয়।

 

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীতে সাবেক পৌর মেয়রসহ আটক ২

আপডেট সময়: ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি পৌরসভার সাবেক মেয়র মুক্তার আলী ও আড়ানি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদকে আটক করা হয়েছে। গতকাল রোববার দুপুরে তাঁদের আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

 

পুলিশ জানায়, তাঁদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, সন্ত্রাসী হামলা, মারপিটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা আছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে তাঁরা আত্মগোপনে চলে যান। গতকাল ডিবি পুলিশ রাজশাহী মহানগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের দুজনকে আটক করে। এরপর তাঁদের থানায় হস্তান্তর করা হয়।

 

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।