ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

স্মার্ট ক্যারিয়ারের জন্য নিজের জন্মস্থান পালটে দিয়েছেন রাশমিকা, অভিযোগ ভক্তদের !

দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা সম্প্রতি একটি বিতর্কিত মন্তব্যের জন্য কাঠগড়ায় উঠেছেন। ‘পুষ্পা’ সিনেমার সাফল্যের পর ভারতীয় জনগণের প্রিয় অভিনেত্রী হয়ে ওঠা রাশমিকা, দক্ষিণী সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র। তবে সম্প্রতি হায়দরাবাদে ‘ছাবা’ সিনেমার প্রচারণা অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, “আমি তো আসলে হায়দরাবাদেরই মেয়ে। কারও সাহায্য ছাড়া একাই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলাম এবং আশা করি আজ আমি তোমাদের পরিবারের একজন।”

এই মন্তব্যটি শুনে হায়দরাবাদিরা তার প্রতি প্রশংসা জানান, কিন্তু তার কন্নড় ভক্তদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। তারা মন্তব্য করতে শুরু করেন, “সিনেমার কাজের লোভে নিজের জন্মভূমিটাকেও বদলে দিলেন?”, “স্বার্থের জন্য নিজের শিকড়কে ভুলে গেছেন?”—এমন নানা কটাক্ষে ভরিয়ে দেয় নেটপাড়া।

এমনকি কিছু নিন্দুকের দাবি, একজন অভিনেত্রী কিভাবে তার নিজ জন্মস্থান বদলানোর মতো মন্তব্য করেন শুধুমাত্র ক্যারিয়ারের লাভের জন্য। যদিও রাশমিকা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি, তার মন্তব্যে কন্নড় সম্প্রদায়ের মধ্যে নিন্দার ঝড় উঠেছে।

তবে এ সব কটাক্ষের মাঝেও, রাশমিকা তার জন্মস্থান এবং সাংস্কৃতিক উত্তরাধিকার ভুলে যাননি। তিনি একাধিক অনুষ্ঠানে কোদাভা শাড়ি পরে উপস্থিত হয়েছেন, যা তার শিকড়ের প্রতি সম্মান এবং ভালোবাসার নিদর্শন।

বর্তমানে ‘ছাবা’ সিনেমার সাফল্যে রাশমিকার অভিনয় প্রশংসিত হচ্ছে, তবে একটিই মন্তব্য তার খ্যাতি ও জনপ্রিয়তা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে।

স্মার্ট ক্যারিয়ারের জন্য নিজের জন্মস্থান পালটে দিয়েছেন রাশমিকা, অভিযোগ ভক্তদের !

আপডেট সময়: ০২:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা সম্প্রতি একটি বিতর্কিত মন্তব্যের জন্য কাঠগড়ায় উঠেছেন। ‘পুষ্পা’ সিনেমার সাফল্যের পর ভারতীয় জনগণের প্রিয় অভিনেত্রী হয়ে ওঠা রাশমিকা, দক্ষিণী সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র। তবে সম্প্রতি হায়দরাবাদে ‘ছাবা’ সিনেমার প্রচারণা অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, “আমি তো আসলে হায়দরাবাদেরই মেয়ে। কারও সাহায্য ছাড়া একাই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলাম এবং আশা করি আজ আমি তোমাদের পরিবারের একজন।”

এই মন্তব্যটি শুনে হায়দরাবাদিরা তার প্রতি প্রশংসা জানান, কিন্তু তার কন্নড় ভক্তদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। তারা মন্তব্য করতে শুরু করেন, “সিনেমার কাজের লোভে নিজের জন্মভূমিটাকেও বদলে দিলেন?”, “স্বার্থের জন্য নিজের শিকড়কে ভুলে গেছেন?”—এমন নানা কটাক্ষে ভরিয়ে দেয় নেটপাড়া।

এমনকি কিছু নিন্দুকের দাবি, একজন অভিনেত্রী কিভাবে তার নিজ জন্মস্থান বদলানোর মতো মন্তব্য করেন শুধুমাত্র ক্যারিয়ারের লাভের জন্য। যদিও রাশমিকা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি, তার মন্তব্যে কন্নড় সম্প্রদায়ের মধ্যে নিন্দার ঝড় উঠেছে।

তবে এ সব কটাক্ষের মাঝেও, রাশমিকা তার জন্মস্থান এবং সাংস্কৃতিক উত্তরাধিকার ভুলে যাননি। তিনি একাধিক অনুষ্ঠানে কোদাভা শাড়ি পরে উপস্থিত হয়েছেন, যা তার শিকড়ের প্রতি সম্মান এবং ভালোবাসার নিদর্শন।

বর্তমানে ‘ছাবা’ সিনেমার সাফল্যে রাশমিকার অভিনয় প্রশংসিত হচ্ছে, তবে একটিই মন্তব্য তার খ্যাতি ও জনপ্রিয়তা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে।