ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আমাকে ক্ষমা করে দিবেন, বারিশা হক

সম্প্রতি বাংলাদেশের দুই আলোচিত ইনফ্লুয়েন্সার বারিশা হক ও রোবাইয়াত ফাতিমা তনির মধ্যে চলমান ঝগড়াটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যা রীতিমত গালাগালিতে পরিনত হয়েছে।

 

এবার এ বিষয়ে বারিশা হক সবার উদ্দেশ্যে একটি স্ট্যাটাস শেয়ার করেছন, নিজের ভেরিফাইড ফেইসবুকে। বারিশা সবার কাছে ক্ষমা চেয়ে লিখেন,

সামাজিক যোগাযোগ মাধ্যমের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে আমি মানসিক টর্চার এর মধ্যে দিয়ে সময় পার করছি। সোশ্যাল বুলিং সকল সীমা ছাড়িয়ে গেছে। একজন নারী হিসেবে এতটা সামাজিক হেয় প্রতিপন্ন আমার চেহারা, শারীরিক গঠন, চরিত্র, আমার অতীত আমার পরিবার কোন কিছুই ছাড় দেয়া হয়নি। দীর্ঘ ১৬ বছর আমি কোন প্রকার বিরতি ছাড়া আমার প্রফেশনের জন্য কাজ করে গেছি। এই দীর্ঘ পথ চলায় যদি আমার কারনে কোন একক ব্যক্তি , কোন ব্র্যান্ড প্রোমোটার, কোন মিডিয়া কলিগ, কোন উদ্যোক্তা আমার ইচ্ছায় কৃত বা অনিচ্ছাকৃতভাবে কষ্ট পেয়ে থাকেন বা মনোমালিন্যের শিকার হয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মানুষ মাত্রই ভুল, এবং আমার ভুল হতেই পারে। সেই ভুলের মাশুল আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একবার একাধিকবার দিয়েছি। আমার মনে হয় সবকিছুর একটি শেষ থাকে। সেটা সুন্দর হতে পারে অথবা অসুন্দর হতে পারে। এখন আপনারাই সিদ্ধান্ত নিবেন বিষয়টি কিভাবে শেষ করবেন।

 

একজন নারী একজন কর্মজীবী মা এর মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে আমি অনুরোধ করব আমাকে বাঁচতে দিন। আমাকে আমার মত থাকতে দিন। বিগত দিনে যদি আমার কারণে কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। আমি খুব সাধারন একটি মেয়ে, সাধারণ পরিবার থেকে উঠে এসেছি। আমাকে হয়তো আপনারা অসাধারণ করেছেন। এই অসাধারণ হওয়া কি আমার অপরাধ, যদি হয়ে থাকে তাহলে সেই অপরাধ আমি মাথা পেতে নিচ্ছি।

 

আমি যে সকল প্রতিষ্ঠানের সাথে চুক্তিতে আছি তাদের প্রমোশনের স্বার্থে চুক্তি অনুযায়ী আমাকে প্রতিদিন কাজ করে যেতে হচ্ছে, প্রতিদিন আপনারা আমাকে যে পরিমাণ বুলিং এর শিকার করছেন একবার নিজেরা ভেবে দেখবেন, কোথায় থামতে হবে সেটা আপনারা জানেন কিনা। আমি গতকাল প্রেস কনফারেন্স করেছি শুধুমাত্র আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগগুলো প্রমাণ করার জন্য, এছাড়া আমার কোন উদ্দেশ্য ছিল না। কারো সাথে আমার কোন ব্যক্তিগত আক্রোশ নেই। কোন তৃতীয় পক্ষের কথা শুনে কেউ আমাকে ভুল বুঝবেন না। আমি আশা রাখবো এরপর যখনই জীবনের পথচলায় আমাদের দেখা হবে আমরা পুরনো কথা মনে না রাখবো। জীবনটা অনেক ছোট, এত ঘৃণা এত অহংকার এত হিংসা এত কাদা ছোড়াছুড়ি সব ধুলোয় মিশে যেতে পারে যে কোন সময়।

 

সামনেই সিয়াম সাধনার মাস, আমি আশা করব সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্থ ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে কাজ করবেন।

সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি। আমি হয়তো এই প্রফেশনে দীর্ঘদিন কাজ করব না, কিন্তু আপনাদের এই ভালোবাসা অথবা আপনাদের এই ঘৃণা আমি সারা জীবন মনে রাখব।

 

 

Tag :

আমাকে ক্ষমা করে দিবেন, বারিশা হক

আপডেট সময়: ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

সম্প্রতি বাংলাদেশের দুই আলোচিত ইনফ্লুয়েন্সার বারিশা হক ও রোবাইয়াত ফাতিমা তনির মধ্যে চলমান ঝগড়াটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যা রীতিমত গালাগালিতে পরিনত হয়েছে।

 

এবার এ বিষয়ে বারিশা হক সবার উদ্দেশ্যে একটি স্ট্যাটাস শেয়ার করেছন, নিজের ভেরিফাইড ফেইসবুকে। বারিশা সবার কাছে ক্ষমা চেয়ে লিখেন,

সামাজিক যোগাযোগ মাধ্যমের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে আমি মানসিক টর্চার এর মধ্যে দিয়ে সময় পার করছি। সোশ্যাল বুলিং সকল সীমা ছাড়িয়ে গেছে। একজন নারী হিসেবে এতটা সামাজিক হেয় প্রতিপন্ন আমার চেহারা, শারীরিক গঠন, চরিত্র, আমার অতীত আমার পরিবার কোন কিছুই ছাড় দেয়া হয়নি। দীর্ঘ ১৬ বছর আমি কোন প্রকার বিরতি ছাড়া আমার প্রফেশনের জন্য কাজ করে গেছি। এই দীর্ঘ পথ চলায় যদি আমার কারনে কোন একক ব্যক্তি , কোন ব্র্যান্ড প্রোমোটার, কোন মিডিয়া কলিগ, কোন উদ্যোক্তা আমার ইচ্ছায় কৃত বা অনিচ্ছাকৃতভাবে কষ্ট পেয়ে থাকেন বা মনোমালিন্যের শিকার হয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মানুষ মাত্রই ভুল, এবং আমার ভুল হতেই পারে। সেই ভুলের মাশুল আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একবার একাধিকবার দিয়েছি। আমার মনে হয় সবকিছুর একটি শেষ থাকে। সেটা সুন্দর হতে পারে অথবা অসুন্দর হতে পারে। এখন আপনারাই সিদ্ধান্ত নিবেন বিষয়টি কিভাবে শেষ করবেন।

 

একজন নারী একজন কর্মজীবী মা এর মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে আমি অনুরোধ করব আমাকে বাঁচতে দিন। আমাকে আমার মত থাকতে দিন। বিগত দিনে যদি আমার কারণে কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। আমি খুব সাধারন একটি মেয়ে, সাধারণ পরিবার থেকে উঠে এসেছি। আমাকে হয়তো আপনারা অসাধারণ করেছেন। এই অসাধারণ হওয়া কি আমার অপরাধ, যদি হয়ে থাকে তাহলে সেই অপরাধ আমি মাথা পেতে নিচ্ছি।

 

আমি যে সকল প্রতিষ্ঠানের সাথে চুক্তিতে আছি তাদের প্রমোশনের স্বার্থে চুক্তি অনুযায়ী আমাকে প্রতিদিন কাজ করে যেতে হচ্ছে, প্রতিদিন আপনারা আমাকে যে পরিমাণ বুলিং এর শিকার করছেন একবার নিজেরা ভেবে দেখবেন, কোথায় থামতে হবে সেটা আপনারা জানেন কিনা। আমি গতকাল প্রেস কনফারেন্স করেছি শুধুমাত্র আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগগুলো প্রমাণ করার জন্য, এছাড়া আমার কোন উদ্দেশ্য ছিল না। কারো সাথে আমার কোন ব্যক্তিগত আক্রোশ নেই। কোন তৃতীয় পক্ষের কথা শুনে কেউ আমাকে ভুল বুঝবেন না। আমি আশা রাখবো এরপর যখনই জীবনের পথচলায় আমাদের দেখা হবে আমরা পুরনো কথা মনে না রাখবো। জীবনটা অনেক ছোট, এত ঘৃণা এত অহংকার এত হিংসা এত কাদা ছোড়াছুড়ি সব ধুলোয় মিশে যেতে পারে যে কোন সময়।

 

সামনেই সিয়াম সাধনার মাস, আমি আশা করব সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্থ ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে কাজ করবেন।

সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি। আমি হয়তো এই প্রফেশনে দীর্ঘদিন কাজ করব না, কিন্তু আপনাদের এই ভালোবাসা অথবা আপনাদের এই ঘৃণা আমি সারা জীবন মনে রাখব।