বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা। তিনি গত বছর তার প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। এক বছরের মাথায় স্বাগতা সুখবর দিলেন— তিনি মা হতে চলেছেন।
জানুয়ারিতে ছিল স্বাগতার প্রথম বিবাহবার্ষিকী। সে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অভিনেত্রীকে দেখা যায় একটি বেবি বাম্প নিয়ে। তবে সে সময় তিনি বিষয়টি নিয়ে কিছু জানাননি। কিন্তু এবার, অভিনেত্রী নিজেই পরিবারে নতুন অতিথির আগমনের সুখবর দিয়েছেন।
স্বাগতার স্বামী ড. হাসান আজাদ। তিনি লন্ডনে বসবাসরত, যুক্তরাজ্যে জন্মগ্রহণ ও পড়াশোনা করা এক তরুণ সংগীতশিল্পী। হাসান গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন এবং কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেছেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী।
এক সাক্ষাৎকারে স্বাগতা জানিয়েছিলেন, বিয়ের আগে হাসানের সঙ্গে এক বছর লিভ টুগেদারে ছিলেন তিনি। এরপর দু’জনই একে অপরকে পার্টনার হিসেবে পছন্দ করেন এবং বিয়ের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, “আমরা যখন লিভ টুগেদার করেছি, তখন আমাদের পরিবারের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না।” এছাড়া স্বাগতা আরও জানান, তার ভাই-বোনরা তাদের একসাথে থাকা সম্পর্কে কোনো বিরোধিতা করেননি। বরং তারা বলেছিলেন, “তোমরা একসাথে থাকো, দেখে নাও সারাজীবন থাকতে পারবে কি না, তারপর সিদ্ধান্ত নিও।”
স্বাগতা একাধারে অভিনয়শিল্পী, উপস্থাপিকা ও গায়িকা। তার কাজের প্রতি হাসানের প্রশংসা ও সমর্থন সবসময়ই উল্লেখযোগ্য। স্বাগতা বলেন, “হাসান আমার সব কাজ সাপোর্ট করে, এবং এটি আমাকে অনেক প্রভাবিত করে।”
এর আগে স্বাগতা সাত বছর প্রেমের পর চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেছিলেন। তবে ছয় বছর সংসারের পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর তারা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘোষণা করেন।
এখন স্বাগতা ও হাসান তাদের নতুন জীবনের পথে একসাথে পা রেখেছেন, এবং তাদের জীবনে সুখবরের পরিসমাপ্তি হচ্ছে নতুন এক অধ্যায়ের সূচনা।