যৌথবাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৪৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় অন্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ১৮৯ জন।
আজ শুক্রবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার ছাড়াও আগ্নেয়াস্ত্রসহ ১১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে একদিনে ১ হাজার ৬৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছে ৪৬১ জন এবং অন্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেপ্তার হয়েছে ১১৮৯ জন।
গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলা হয়। এর প্রতিবাদে পরদিন গাজীপুরে দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
পরবর্তীতে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়।