বর্তমান সময়ের জনপ্রিয় দুই চিত্রনায়িকা, পূজা চেরি ও প্রার্থনা ফারদিন দীঘি, দুজনই সমান গতিতে কাজ করে যাচ্ছেন। তবে এবার তাদের মধ্যে এক সিনেমায় জায়গা পরিবর্তন ঘটেছে। ‘টগর’ সিনেমার ঘোষণার পর এক মাসের মধ্যেই দেখা গেলো, দীঘির জায়গায় যুক্ত হয়েছেন পূজা চেরি।
সিনেমার মোশন পোস্টারে প্রকাশিত হয় দীঘির পরিবর্তে পূজার নাম। নির্মাতা আলোক হাসান জানান, একাধিক কারণে দীঘি সিনেমা থেকে বাদ পড়েছেন এবং তার জায়গায় পূজা চেরি যুক্ত হয়েছেন। এর আগে, জানুয়ারির ১ তারিখে ‘টগর’ সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করা হয়েছিল, যেখানে আদর আজাদ ও দীঘি একসঙ্গে জুটিবদ্ধ ছিলেন। তবে কিছুদিন পরেই সিনেমার টিম পূজা চেরিকে নতুন নায়িকা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
নির্মাতা আলোক হাসান জানান, “আমরা অনেক চিন্তা-ভাবনা করে পূজাকে এই প্রজেক্টে যুক্ত করেছি। আমরা দ্রুত কাজটি শেষ করতে চাই।” পূজা চেরি বলেন, “অ্যানাউন্সমেন্ট টিজারে ভিন্ন কাস্টিং থাকলেও পরে টিম আমাকে বুঝিয়ে রাজি করায়, আমি এই প্রজেক্টে যুক্ত হতে পেরেছি।”
এদিকে, সিনেমাটির শুটিং শুরু হয়ে গেছে এবং ২৫ ফেব্রুয়ারি থেকে ক্যামেরা ওপেন করবে। এতে আদর আজাদ ছাড়াও অভিনয় করবেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ।