সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতে বসবাসকারী নারী হিসেবে নিজের নিরাপত্তাহীনতার অনুভূতি ব্যক্ত করেছেন অভিনেত্রী ভূমি পেডনেকর। তিনি নারীদের ওপর ঘটে চলা অত্যাচার এবং হেমা কমিটির রিপোর্ট নিয়ে কথা বলেন।
ভূমি জানান, শুধু বিনোদন জগতেই নয়, বরং প্রতিদিনের জীবনেও নারীরা যে ধরনের নিরাপত্তাহীনতায় ভোগেন, তা নিয়ে তিনি গভীর উদ্বেগে আছেন। নিজের পরিবারের নিরাপত্তা নিয়েও চিন্তিত তিনি। এ সময় ভূমি বলেন, “ভারতের একজন নারী হিসেবে আমার সত্যিই ভয় করে। আমার চাচাতো বোন মুম্বাইয়ে আমার সঙ্গেই থাকে। রাতে ১১টা বেজে গেলে তার বাড়ি ফিরতে গিয়ে আমি খুব চিন্তিত হয়ে পড়ি।”
গত বছর আগস্টে প্রকাশিত হেমা কমিটির রিপোর্টে মালয়ালম চলচ্চিত্র জগতে নারীদের ওপর যৌন হেনস্থার ঘটনার উদাহরণ উঠে আসে। এই প্রসঙ্গে ভূমি বলেন, “ভারতের একটি অঞ্চলের চলচ্চিত্র জগতেই কেবল আইন অনুযায়ী এসব নিয়ম মেনে চলা হয়েছে। রিপোর্টের মাধ্যমে সাংঘাতিক ও নির্মম কিছু ঘটনা প্রকাশ্যে এসেছে।”
ভারতে নারীদের ওপর অত্যাচারের ঘটনা প্রায়ই সংবাদমাধ্যমের শীর্ষে উঠে আসে, যা দেখে ভূমি জানান, তিনি এখন ক্লান্ত।
ভূমির সদ্য মুক্তি পাওয়া ছবি *‘মেরে হাজব্যান্ড কি বিবি’*তে অর্জুন কাপুর ও রাকুল প্রীতও অভিনয় করেছেন। এছাড়া তিনি আগামীতে ‘দলদল’ নামের একটি ওয়েব সিরিজে পুলিশ চরিত্রে অভিনয় করবেন।