দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ছিনতাইরোধে পুলিশের তিন বিশেষায়িত ইউনিট আজ থেকে মাঠে নামতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজি বাহারুল আলম। আজ সোমবার রাজশাহীর পিটিআইয়ের সম্মেলন কক্ষে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা শেষে এই কথা জানান আইজিপি।
দেশে অপরাধ বেড়েছে স্বীকার করে আইজিপি বলেন, ‘অপরাধের সংখ্যাটা বেড়েছে। বিশেষত, রাত্রিকালীন ছিনতাই; দিনেও ছিনতাই হচ্ছে। আমরা এই জিনিসটা আমাদের নোটিশে নিয়েছি।’ আইজিপি বলেন, ‘র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)–এই তিন অর্গানাইজেশন মিলে একটি প্যাট্রোল প্রোগ্রাম নেওয়া হয়েছে। আজ সোমবার থেকে এটি বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা। নাহয় আমাদের অন্য কৌশল নিতে হবে।’
এই বিশৃঙ্খল অবস্থার জন্য কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা আছে কিনা এমন প্রশ্নে আইজিপি বলেন, ‘গতকালও র্যাব একজন ছিনতাইকারীকে তার আস্তানা থেকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে চাপাতি-ছুরির পাশাপাশি ৬ লাখ টাকা বান্ডেল করা অবস্থায় পাওয়া গেছে। আমরা তদন্ত করছি। এরপরই আসলে বলা যাবে।’