আজ সোমবার দুপুর আড়াইটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া গণপদযাত্রা, ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত হয়।
আন্দোলনকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধসহ নানা দাবিতে রাস্তায় নেমে আসেন।
তারা টিএসসি পার হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগোচ্ছিলেন, তবে বেলা তিনটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পথরোধ করে। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাক্কাধাক্কি হলেও আন্দোলনকারীরা প্রতিবন্ধকতা সরিয়ে ফেলেন।
তবে পুলিশের বাধার মুখে তারা সচিবালয়ের দিকে যেতে পারেননি। এর পরে শিক্ষা ভবনের সামনে আন্দোলনকারীরা আটকে পড়েন এবং স্লোগান দিয়ে তাদের প্রতিবাদ জানাতে থাকেন।
সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন, যেমন ‘পুরুষের ক্ষমতা, ভেঙে হোক সমতা’, ‘নারী থেকে নারীতে, ছুঁয়ে যাক প্রতিবাদ’। তাদের পোস্টার-প্ল্যাকার্ডে ছিল ‘পাহাড় থেকে সমতল, সকল ধর্ষণের বিচার চাই’, ‘বিচারহীনতার সংস্কৃতি, ধর্ষণের রাজনীতি’, ‘তনু ধর্ষণ ও হত্যার বিচার কই’ ইত্যাদি বার্তা।
এ আন্দোলন ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে এবং দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলছে।