সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যৌথবাহিনীর কমবাইন্ড প্যাট্রলিং চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, এই সিদ্ধান্তটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভা শেষে গ্রহণ করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শফিকুল আলম।
এ পদক্ষেপের উদ্দেশ্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।