এবার ঈদে মুক্তির দৌড়ে রয়েছে বেশ কিছু ছবি।
যদিও বিগত দেড় দশক ধরেই ঈদের ছবি মানেই শাকিব খান। এবারও ব্যতিক্রম হবে না।নতুন পরিচালক মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ নিয়ে হাজির হবেন শাকিব খান। সঙ্গে আছেন ‘প্রিয়তমা’খ্যাত কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।এর মধ্যে ছবির শুটিং-ডাবিং সম্পন্ন হয়েছে। ২৭ ফেব্রয়ারি আসবে টিজার। হৃদয় জানিয়েছেন, রোজার মধ্যে প্রকাশ করবেন দুটি গান। ছবিটি নিয়ে শাকিবভক্তরা যেমন আশাবাদী, তেমনি আশায় বুক বেঁধেছেন হল মালিকরাও।
গত বছর থেকেই প্রস্তুত এম রাহিমের ‘জংলি’। ফার্স্ট লুকও প্রকাশিত হয়েছিল কোরবানি ঈদের আগে। এ বছর (২০২৫) রোজার ঈদে মুক্তি দেবেন ‘জংলি’। সিয়াম আহমেদ, শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত ছবিটি নিয়ে দর্শকের মাঝে বেশ আগ্রহ। ভালোবাসা দিবসকে সামনে রেখে ১২ ফেব্রুয়ারি ইউটিউবে আসে ছবির প্রথম গান ‘জনম জনম’। গানের পাশাপাশি বেশ আলোচনায় এসেছে।
দেশের বড় দুই প্রযোজনা প্রতিষ্ঠান চরকি ও আলফা আইয়ের সঙ্গে ভারতের এসভিএফ মিলে নির্মাণ করছে ‘দাগি’। শিহাব শাহীনের এই ছবি দিয়ে দ্বিতীয়বার বড় পর্দায় আসছেন আফরান নিশো। সঙ্গে আছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামালও। পরিচালক শিহাব শাহীন বলেন, ‘মার্চের প্রথম সপ্তাহ থেকে প্রচারণায় একের পর এক চমক দেখতে পাবেন।’
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জ্বীন ৩’ও আসবে রোজার ঈদে। এবারও আশাবাদী প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ। আব্দুন নূর সজলের সঙ্গে এই কিস্তিতে যুক্ত হয়েছেন নুসরাত ফারিয়া। আব্দুল আজিজ বলেন, ফলে হল নিয়ে চিন্তা করছি না। ‘জ্বিন’ সিরিজটি সফল। এই ছবির জন্য আলাদা দর্শক তৈরি আছে। আমরা জানি, তারা ছবিটি মিস করবে না।”
ভারতের পশ্চিমবঙ্গে ‘মানুষ’ দিয়ে বড় পর্দার নির্মাতা হিসেবে অভিষেক ঘটেছিল বাংলাদেশের সঞ্জয় সমদ্দারের। এবার দেশের দর্শকের জন্য তিনি নির্মাণ করছেন ‘ইনসাফ’। ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে মোশাররফ করিম, শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণকে।’
ঈদের ছবির লাইনআপে যুক্ত হলো ‘আতরবিবিলেন’। মিজানুর রহমান লাবুর এই ছবিতে অভিনয় করেছেন মোস্তফা প্রকাশ ও ফারজানা সুমী। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণাও চালাচ্ছে ছবির টিম।
সানী সানোয়ারের বহুল আলোচিত ‘এশা মার্ডার—কর্মফল’ও এই ঈদে মুক্তির সম্ভাবনা আছে। সানী বলেন, ‘এক দিনের শুটিং বাকি। সেটা যেকোনো সময়ই করতে পারি। আমরা ঈদে আসতেও পারি। তবে এখনই কিছু চূড়ান্ত বলছি না। সময় হলে দেখা যাবে।’
শুধু এসব ছবিই নয়, শেষ পর্যন্ত যুক্ত হতে পারে আরো ছবি। আবার মুক্তির দৌড় থেকে ছিটকে যেতেও পারে দু-একটি ছবি।