নতুন প্রজন্ম গত ১৫ বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে তাদের জীবন সম্পর্কে রাজনীতি সম্পর্কে ,দর্শন সম্পর্কে এবং তাদের ইতিহাসকে এমন ভাবে বিকৃত করা হয়েছিল।যে অনেকেরই স্পষ্ট ধারণা তাদের মাঝে নাই বইমেলা পরিদর্শনে এসে এসব কথা বলেন, বিএনপির ফরিদপুর বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ।
তিনি আরো বলেন, আজকে বহু বছর পরে বইমেলায় আমাদের ছেলেমেয়েরা আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা স্বাধীনভাবে হাঁটতে পারছে বই লিখতে পারছে বা বই পড়তে পারছে নিজের মত প্রকাশ করতে পারছে। আমরা এমনও সময় পার করেছি যেখানে বইমেলার বাইরে একজন ব্লগারকে হত্যা করা হয়েছে মুক্ত চিন্তার জন্য মানুষকে খুন করা হয়েছে ঘুম করা হয়েছে ।
আইসিসি মামলায় তাদেরকে জেলে দেয়া হয়েছে আমরা সেই যুগ পার করে এসছি আর আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে আমরা স্বাধীনভাবে আমাদের ছেলে মেয়েরা লিখতে পারবে বলতে পারবে তাদের মনে ভাব প্রকাশ করতে পারবে দল মত নির্বিশেষে সে যে দলেরই হোক যে মতেরই হোক। আমরা সেই বাংলাদেশে এই প্রজন্ম দেখতে চাই যে দুটো বা তিনটি বই প্রকাশ করার প্রধান কারণ হচ্ছে যে আমরা চাই যারা জিয়াউর রহমান সাহেবকে দেখে নাই যারা মেজর জিয়াকে চেনে না যারা রাষ্ট্রপতি জিয়াকে চেনে না।
যারা উনার স্বাধীনতার সত্যতা শোনে নাই যারা দেশে বেগম খালেদা জিয়ার রাজনীতি উনার ত্যাগ গণতন্ত্রের জন্য উনার ত্যাগ স্বৈরাচার বিরোধী আন্দোলনে উনার যেই অবদান বাংলাদেশের গণতন্ত্রের জন্য যে অবদান সেটা জানে না এই উনাদের যে বিভিন্ন সময় বিভিন্ন ফেসবুকে উনার যে ভাষণ উনাদের যে কথাগুলো এই শব্দগুলোর মধ্য দিয়ে হয়তো আমাদের নতুন প্রজন্মের মাঝে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সম্পর্কে একটি ভালো ধারণা তৈরি হবে। সেই কারণেই এই প্রয়াস আপনারা দোয়া করবেন যেন ভবিষ্যতে জিয়ার সিটি পাঠাকার থেকে আরো অনেক অনেক উন্নতমানের পাবলিকেশন বই আসতে পারে এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই মহাসচিবকে যিনি সবসময় রিয়াস পাঠাগারকে প্রেরণা দিয়ে যাচ্ছেন সহযোগিতা করে যাচ্ছেন।
আমার আর বক্তব্য নেই আমি এইটা বলে শেষ করছি যে এই নতুন বাংলাদেশ আমরা ৫ই আগস্টের পূর্বে বাংলাদেশ আর দেখতে চাই না আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা থাকবে কথা বলার স্বাধীনতা থাকবে।