বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন দানে দেরি হলে ষড়যন্ত্রের পরিমাণ বাড়বে। তিনি দাবি করেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য সরকারকে দৃশ্যমান উদ্যোগ নিতে হবে, না হলে দেশ আরও বড় সংকটে পড়বে।
রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, “নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, ততই চলমান সমস্যা বৃদ্ধি পাবে। সরকারের পক্ষ থেকে নির্বাচন আয়োজনের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা উচিত।”
রাজনীতি দিয়ে ফ্যাসিবাদ মোকাবিলা করতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, “জত দিন যাচ্ছে, ততই গণতন্ত্রের উত্তরণের পথ বাধাগ্রস্ত করার কূটকৌশল লক্ষ্য করা যাচ্ছে। জাতির মধ্যে যে অস্থিরতা রয়েছে, তা কাটাতে হলে নির্বাচন একান্ত প্রয়োজন। শুধুমাত্র পুলিশ দিয়ে নয়, রাজনীতি দিয়ে ফ্যাসিবাদ মোকাবিলা করতে হবে। তবেই ফ্যাসিবাদের মূল উপড়ে ফেলা সম্ভব।”
এ সময় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বিষয়ে তিনি সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান।