ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

একপাশে মা অন্যপাশে তমা, রাফি তমার বিয়ের গুঞ্জন !

নির্মাতা রায়হান রাফি এবং অভিনেত্রী তমা মির্জাকে নিয়ে গুঞ্জন অনেক দিন ধরেই শোবিজ অঙ্গনে চলছে। প্রেমের খবর একসময় শোনা গেলেও এবার শোনা যাচ্ছে, তারা বিয়ে করে সংসারও শুরু করেছেন! যদিও দুজনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি, তবে সম্প্রতি একটি ছবির মাধ্যমে এই গুঞ্জন আরও শক্তি পেয়েছে।

৩ মার্চ, সোমবার ছিল রায়হান রাফির জন্মদিন। তার জন্মদিনের অনুষ্ঠানে তিনি কেক কাটেন এবং ছবিতে দেখা যায় তার মা এবং তমা মির্জা উভয়েই পাশে রয়েছেন। এই ছবি প্রকাশিত হওয়ার পর থেকেই রাফি এবং তমার ঘনিষ্ঠজনেরা দাবি করছেন, তারা বিয়ে করেছেন এবং এখন সংসারও করছেন।

এত দিন সম্পর্ক নিয়ে একাধিক বার নিজেদের মতামত জানিয়েছেন তারা। রায়হান রাফি তার সোশ্যাল মিডিয়ায় তমা মির্জার জন্মদিনে একটি ছবি শেয়ার করে তাকে শুভেচ্ছা জানান এবং তমাকে নিজের জীবনে পেয়ে ‘ভাগ্যবান’ বলে মন্তব্য করেন। উত্তরে তমা মির্জাও তাকে ‘ভাগ্যবান’ বলে অভিহিত করেন।

নির্মাতা রায়হান রাফির পরিচালনায় তমা মির্জা প্রথম অভিনয় করেন ওয়েব ফিল্ম ‘খাঁচার ভেতর অচিন পাখি’ তে। এরপর তারা একসঙ্গে কাজ করেছেন ‘৭ নম্বর ফ্লোর’ এবং সর্বশেষ, ‘সুড়ঙ্গ’ সিনেমায়ও একসঙ্গে কাজ করেছেন, যেখানে তমার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো।

তাদের সম্পর্ক নিয়ে যখনই নতুন কোনো খবর সামনে আসে, শোবিজ অঙ্গন তোলপাড় হয়ে ওঠে। তবে, দুজনের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও, তাদের ঘনিষ্ঠতা ও একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠান, কাজের ছবি প্রকাশিত হওয়ায়, ভক্তদের মধ্যে তাদের সম্পর্কের বিষয়টি নিয়ে চাঞ্চল্য আরও বেড়েছে।

একপাশে মা অন্যপাশে তমা, রাফি তমার বিয়ের গুঞ্জন !

আপডেট সময়: ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

নির্মাতা রায়হান রাফি এবং অভিনেত্রী তমা মির্জাকে নিয়ে গুঞ্জন অনেক দিন ধরেই শোবিজ অঙ্গনে চলছে। প্রেমের খবর একসময় শোনা গেলেও এবার শোনা যাচ্ছে, তারা বিয়ে করে সংসারও শুরু করেছেন! যদিও দুজনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি, তবে সম্প্রতি একটি ছবির মাধ্যমে এই গুঞ্জন আরও শক্তি পেয়েছে।

৩ মার্চ, সোমবার ছিল রায়হান রাফির জন্মদিন। তার জন্মদিনের অনুষ্ঠানে তিনি কেক কাটেন এবং ছবিতে দেখা যায় তার মা এবং তমা মির্জা উভয়েই পাশে রয়েছেন। এই ছবি প্রকাশিত হওয়ার পর থেকেই রাফি এবং তমার ঘনিষ্ঠজনেরা দাবি করছেন, তারা বিয়ে করেছেন এবং এখন সংসারও করছেন।

এত দিন সম্পর্ক নিয়ে একাধিক বার নিজেদের মতামত জানিয়েছেন তারা। রায়হান রাফি তার সোশ্যাল মিডিয়ায় তমা মির্জার জন্মদিনে একটি ছবি শেয়ার করে তাকে শুভেচ্ছা জানান এবং তমাকে নিজের জীবনে পেয়ে ‘ভাগ্যবান’ বলে মন্তব্য করেন। উত্তরে তমা মির্জাও তাকে ‘ভাগ্যবান’ বলে অভিহিত করেন।

নির্মাতা রায়হান রাফির পরিচালনায় তমা মির্জা প্রথম অভিনয় করেন ওয়েব ফিল্ম ‘খাঁচার ভেতর অচিন পাখি’ তে। এরপর তারা একসঙ্গে কাজ করেছেন ‘৭ নম্বর ফ্লোর’ এবং সর্বশেষ, ‘সুড়ঙ্গ’ সিনেমায়ও একসঙ্গে কাজ করেছেন, যেখানে তমার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো।

তাদের সম্পর্ক নিয়ে যখনই নতুন কোনো খবর সামনে আসে, শোবিজ অঙ্গন তোলপাড় হয়ে ওঠে। তবে, দুজনের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও, তাদের ঘনিষ্ঠতা ও একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠান, কাজের ছবি প্রকাশিত হওয়ায়, ভক্তদের মধ্যে তাদের সম্পর্কের বিষয়টি নিয়ে চাঞ্চল্য আরও বেড়েছে।