অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার আরও বড় হচ্ছে। নতুন উপদেষ্টা হিসেবে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক এবং মানবাধিকারকর্মী সি আর আবরার। বুধবার (৫ মার্চ) তিনি শপথ নিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। সি আর আবরার যদি শিক্ষা উপদেষ্টার দায়িত্ব নেন, তাহলে ওয়াহিদউদ্দিন শুধুমাত্র পরিকল্পনা মন্ত্রণালয় দেখবেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার এক ব্রিফিংয়ে জানান, “আগামীকাল (বুধবার) নতুন উপদেষ্টা প্রফেসর সি আর আবরার শপথ নেবেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন এবং বাংলাদেশে তার প্রচুর লেখালেখি এবং একটিভিজম রয়েছে। আমরা আশা করছি, তিনি শিক্ষা মন্ত্রণালয় দেখবেন।”
পরিবহণ পুল সূত্রে জানা গেছে, বুধবার শপথ গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে, ২৫ ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেন। তার পদত্যাগের পর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম। এবার নতুন একজন উপদেষ্টা যোগ হতে যাচ্ছেন।
এছাড়া, গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এবং মন্ত্রিসভা বিলুপ্ত হয়ে যায়। পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন এবং ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সময় ১৬ জন উপদেষ্টা নিয়োগ পান, পরে আরও কয়েকজন উপদেষ্টা অন্তর্ভুক্ত হন। সর্বশেষ, গত ২৫ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলে যোগ দিতে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম পদত্যাগ করেন, এবং বর্তমানে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টার সংখ্যা ২২ জনে পৌঁছেছে।