ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির অভিযোগ ব্যক্তিগতভাবে নেয় সরকার: রিজভী

বিএনপির অভিযোগ ব্যক্তিগতভাবে নেয় অন্তর্বর্তী সরকার। কোনো কোনো ক্ষেত্রে কৌশলে প্রতিশোধ গ্রহণের চেষ্টা করে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

মাগুরাসহ দেশজুড়ে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে নয়াপল্টনে মহিলা দলের বিক্ষোভ কর্মসূচিতে সোমবার (১০ মার্চ) তিনি এসব কথা বলেন।

 

রিজভী বলেন, কোনো কন্যা শিশুর স্বাভাবিকভাবে ঘরে ফেরার নিশ্চয়তা নেই দেশে। বিভিন্ন মন্ত্রণালয়, ডিসি ও এসপি অফিসে ছাত্ররা নির্দেশনা দিচ্ছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ছাত্রদের কাজ ক্যাম্পাসে প্রতিবাদ জানানো, ডিসি-এসপি অফিসে তদবির-তদারকি নয়।

 

এছাড়া ছাত্রদের কথা মত চললে কী করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এমন প্রশ্নও রাখেন রিজভী আহমেদ। বলেন, দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিএনপির অভিযোগ ব্যক্তিগতভাবে নেয় সরকার: রিজভী

আপডেট সময়: ১২:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

বিএনপির অভিযোগ ব্যক্তিগতভাবে নেয় অন্তর্বর্তী সরকার। কোনো কোনো ক্ষেত্রে কৌশলে প্রতিশোধ গ্রহণের চেষ্টা করে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

মাগুরাসহ দেশজুড়ে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে নয়াপল্টনে মহিলা দলের বিক্ষোভ কর্মসূচিতে সোমবার (১০ মার্চ) তিনি এসব কথা বলেন।

 

রিজভী বলেন, কোনো কন্যা শিশুর স্বাভাবিকভাবে ঘরে ফেরার নিশ্চয়তা নেই দেশে। বিভিন্ন মন্ত্রণালয়, ডিসি ও এসপি অফিসে ছাত্ররা নির্দেশনা দিচ্ছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ছাত্রদের কাজ ক্যাম্পাসে প্রতিবাদ জানানো, ডিসি-এসপি অফিসে তদবির-তদারকি নয়।

 

এছাড়া ছাত্রদের কথা মত চললে কী করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এমন প্রশ্নও রাখেন রিজভী আহমেদ। বলেন, দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।