বলিউড অভিনেতা হৃতিক রোশন গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর-এর সঙ্গে আসন্ন সিনেমা ‘ওয়ার ২’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন। শুটিং সেটে রিহার্সালের সময় হৃতিক পায়ে চোট পেয়ে গুরুতর আহত হন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, চিকিৎসকরা তাকে এক মাস বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।
হৃতিক এবং জুনিয়র এনটিআর সিনেমার একটি গানের মহড়া করছিলেন, সেই সময় হৃতিকের পায়ে এই চোট লাগে। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সেজন্য চিকিৎসকরা তাকে পর্যাপ্ত বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তবে, শুটিংয়ের কিছু অংশ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে।
তবে, ‘ওয়ার ২’ সিনেমার মুক্তির তারিখ ১৪ আগস্ট আগের মতোই রয়েছে এবং এখনও মুক্তির তারিখ পরিবর্তন হয়নি। জানা গেছে, গানের শুটিং আগামী মে মাসে আবারও শুরু হতে পারে।
অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমাটি যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স-এর অংশ। এতে হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর ছাড়াও কিয়ারা আদভানি অভিনয় করছেন। হৃতিক রোশন এতে মেজর কবীর ধালিওয়াল চরিত্রে ফিরে আসবেন।
এটি ২০১৯ সালের অ্যাকশন থ্রিলার ‘ওয়ার’-এর সিক্যুয়েল। সিনেমাটিতে শাহরুখ খান এবং সালমান খান ক্যামিও রোলেও থাকতে পারেন, এমন গুঞ্জন চলছে।