বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস দেশের সমৃদ্ধির পথ অনুসরণ করতে এবং ফ্যাসিস্ট বিরোধী সকল রাজনৈতিক দলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি রাজধানীর মালিবাগ মোড়ে স্কাইভিউ হোটেলে গণঅধিকার পরিষদ আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “যদি আমরা এক টেবিলে বসে ইফতার করতে পারি এবং হাঁসি-ঠাট্টা করতে পারি, তাহলে দেশের উন্নতির জন্য একসাথে কাজ করতে সমস্যা কোথায়? কিছু ব্যক্তি কি কৃত্রিমভাবে বিরোধ সৃষ্টি করার চেষ্টা করছে?”
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
সালাহউদ্দিন আহমেদ বলেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে অনেক অবদান রেখেছেন, এবং নুরুল হক নুরের অবদান ছিল অনস্বীকার্য। তিনি আরও বলেন, জনগণের চাহিদা অনুযায়ী একটি পরিষ্কার রোড ম্যাপ দ্রুত উপস্থাপন করা উচিত, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার কোরআন ও হাদিস নিয়ে আলোচনা করেন, আর ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার স্বৈরাচারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দ্রুত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন, এবং দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান।
এছাড়া, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।