ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা সম্প্রতি একটি ফেসবুক পোস্টে ধর্ষণ ইস্যু নিয়ে নিজের অভিমত প্রকাশ করেছেন। বিয়ের পর থেকেই আলোচনায় থাকা এই অভিনেত্রী, যিনি বর্তমানে বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে সক্রিয়, সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন। তিনি উল্লেখ করেছেন, তার পরিচিত অনেকেই ধর্ষকের বিচার দাবি করছেন, অথচ তাদের মধ্যে অনেকেই তাকে কাজের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন।
শুক্রবার (১৪ মার্চ) ফেসবুকে স্বাগতা লিখেছেন, “আমার নিউজফিডে প্রচুর পুরুষ ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু এর মধ্যে অনেকেই আমাকে কাজের বিনিময়ে শোয়ার শর্ত দিয়েছেন। রাজি না হওয়ায় তারা আমার সঙ্গে কাজ বন্ধ করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, তারা কি ধর্ষক নয়?”
স্বাগতার এই পোস্টে একজন মন্তব্য করেছেন, “তারা তোমার অনুমতি চেয়েছে, জোর জবরদস্তি করেনি। তোমার ‘না’ বলার অধিকার আছে, তাদেরও কাজের ক্ষেত্রে ‘না’ বলার অধিকার আছে।” এর প্রতিউত্তরে স্বাগতা লিখেছেন, “এটা হলো সিন্ডিকেট করে কাজ বন্ধ করা, যেন আমি বাধ্য হয়ে ‘হ্যাঁ’ বলতে পারি। টেকনিকালি এটা ধর্ষণ, কারণ যদি কাজ করতে হয়, তাহলে রাজি হতে হয়…”
তবে, এই অভিনেত্রী কারা তাকে এমন আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন, তাদের নাম প্রকাশ করেননি।
স্বাগতা একাধারে অভিনয়, উপস্থাপনা এবং সংগীতের সঙ্গে যুক্ত। তার স্বামী হাসানও একজন আর্টিস্ট এবং গায়ক। স্বাগতা তার কাজের জন্য সবসময় হাসানের পূর্ণ সমর্থন পান। স্বাগতার ভাষায়, “আমার কাজকে হাসান সবসময় সাপোর্ট করে, এই বিষয়টি আমার মন ছুঁয়ে যায়।”
এর আগে, স্বাগতা সাত বছর প্রেমের পর চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেছিলেন। তবে, ছয় বছর সংসার করার পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর তারা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।