বাসা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় ১৭ বছরের সাজা থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এ রায়ের ফলে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী সব মামলার সাজা থেকে মুক্ত হলেন। এখন নির্বাচনসহ অন্যকোনো কার্যক্রমে তাঁর আর আইনি বাধা নেই। রায়ে আদালত বলেন, এই মামলা দায়েরের প্রক্রিয়াই ছিল অবৈধ। স্বাক্ষীদের একে অন্যের সাক্ষ্যর মধ্যেও অনেক সাংঘর্ষিক ছিল।
আইনজীবী শিশির মনির জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি না হওয়ায় তখন অস্ত্র উদ্ধারের নাটক করে ফাঁসানো হয় বাবরকে
মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ২৭ মে বাবরকে আটক করে যৌথবাহিনী। এর ৭ দিন পর গুলশান থানায় অস্ত্র আইনে মামলা হয় তাঁর বিরুদ্ধে। ২০০৭ সালের ৩০ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন স্পেশাল ট্রাইব্যুনাল লাইসেন্সবিহীন রিভলবার পাওয়ার অভিযোগে বাবরকে ১৭ বছরের সাজা দেন।
হাইকোর্টে ২০০৭ সালেই আপিল করেন লুৎফুজ্জামান বাবর। সেই আপিলের শুনানি শেষে এবার রায় ঘোষণা করা হলো। লুৎফুজ্জামান বাবর প্রায় ১৭ বছর কারাবন্দি ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৬ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি।