ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে আর্জেন্টিনা

হাতাহাতি আর লাল কার্ডের উত্তেজনায় শেষ হাসি হাসলো আর্জেন্টিনা। লিওনেল মেসি-লাউতারো মার্টিনেসকে ছাড়াও উরুগুয়েকে হারালো ১-০ গোলে। ধরে রাখলো বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের সিংহাসন।

 

শনিবার (২২ মার্চ) ভোরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্রতিপক্ষের মাঠ সেন্টেনারিও স্টেডিয়ামে খেলতে নামে আর্জেন্টিনা। এদিন আলো ছড়িয়েছেন ফরাসি লিগে খেলা আলমাদা। স্বাগতিক উরুগুয়ে দর্শকদের স্তব্ধ করে দিয়ে তার একমাত্র গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। আজকের জয়ে আগে থেকেই শীর্ষে থাকা আর্জেন্টিনা ১৩ ম্যাচে পেলো ২৮ পয়েন্ট।

 

এর আগে বিশ্বকাপ বাছাইয়ে দুই দলের সবশেষ দেখায় আর্জেন্টিনাকে তাদের মাঠেই ২-০ গোলে হারিয়ে এসেছিল উরুগুয়ে। ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। সেলেসাওদের পরের ম্যাচে হারাতে পারলে বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

 

এদিকে সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে উরুগুয়ে। এ ছাড়া ইকুয়েডর ২২ এবং ব্রাজিল ২১ পয়েন্ট নিয়ে যথাক্রমে ২-৩ নম্বরে রয়েছে।

উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে আর্জেন্টিনা

আপডেট সময়: ০২:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

হাতাহাতি আর লাল কার্ডের উত্তেজনায় শেষ হাসি হাসলো আর্জেন্টিনা। লিওনেল মেসি-লাউতারো মার্টিনেসকে ছাড়াও উরুগুয়েকে হারালো ১-০ গোলে। ধরে রাখলো বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের সিংহাসন।

 

শনিবার (২২ মার্চ) ভোরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্রতিপক্ষের মাঠ সেন্টেনারিও স্টেডিয়ামে খেলতে নামে আর্জেন্টিনা। এদিন আলো ছড়িয়েছেন ফরাসি লিগে খেলা আলমাদা। স্বাগতিক উরুগুয়ে দর্শকদের স্তব্ধ করে দিয়ে তার একমাত্র গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। আজকের জয়ে আগে থেকেই শীর্ষে থাকা আর্জেন্টিনা ১৩ ম্যাচে পেলো ২৮ পয়েন্ট।

 

এর আগে বিশ্বকাপ বাছাইয়ে দুই দলের সবশেষ দেখায় আর্জেন্টিনাকে তাদের মাঠেই ২-০ গোলে হারিয়ে এসেছিল উরুগুয়ে। ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। সেলেসাওদের পরের ম্যাচে হারাতে পারলে বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

 

এদিকে সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে উরুগুয়ে। এ ছাড়া ইকুয়েডর ২২ এবং ব্রাজিল ২১ পয়েন্ট নিয়ে যথাক্রমে ২-৩ নম্বরে রয়েছে।