বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “দ্রুত নির্বাচন দিয়ে দিন। অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন নিয়ে টালবাহানা না করতে বলেন তিনি।” রবিবার (২৩ মার্চ) টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে এসব মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার যে নির্যাতন করেছে তা আমরা সহ্য করেছি, কিন্তু আন্দোলন থেকে কখনো মাঠ ছেড়ে পালাইনি। আগস্টের আন্দোলনের রূপ দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। তাঁর নির্দেশনায় এই আন্দোলন সফল হয়েছে।” এছাড়া, তিনি বর্তমান সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, “অতিদ্রুত নির্বাচন দিয়ে দিন, কারণ দেশে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয় এবং নির্বাচনের বিকল্প নেই।”
এছাড়া, ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঘারিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শাহিন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আসগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক ভিপি মুনীর, প্যানেল মেয়র মমিনুল হক নিক্সন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফী ইথেন, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, জেলা তাঁতি দলের আহ্বায়ক শাহ আলম, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ এবং সাদত কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রোকন মোল্লা প্রমুখ।
এ সময় জেলা, সদর উপজেলা এবং ঘারিন্দা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সুলতান সালাউদ্দিন টুকু আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।