ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এবং শবনম বুবলী, যারা চিত্রনায়ক শাকিব খানের প্রাক্তন স্ত্রী, দীর্ঘ সময় ধরে শাকিবকে নিয়ে সামাজিক মাধ্যমে একে অপরকে নানা বাক্যবাণে জর্জরিত করেছেন। তবে এবার, শাকিব খানের জন্মদিনে উল্টো দৃশ্য দেখা গেল। বিচ্ছেদের পরেও, তারা এবার একসঙ্গে শাকিবের প্রশংসা করেছেন এবং শুভেচ্ছা জানিয়ে সবার নজর কেড়েছেন।
অপু বিশ্বাস, যিনি তার প্রাক্তন স্বামীর সঙ্গে করা একটি সিনেমার দৃশ্যের ছবি ফেসবুকে পোস্ট করেছেন, সেখানে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, “শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান” এবং হ্যাসট্যাগ দিয়ে যোগ করেছেন, “আমার শাহরুখ খান।”
অন্যদিকে, শবনম বুবলীও শাকিবকে নিয়ে তার ভালোবাসা প্রকাশ করে লিখেছেন, “শুভ জন্মদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মহারাজা শাকিব খান,” এবং পোস্টে ভালোবাসার ইমোজি দিয়েছেন।
আজ, শুক্রবার, শাকিব খানের জন্মদিনে তার ভক্ত, অনুরাগী ও শোবিজ অঙ্গনের অনেক তারকাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। ১৯৭৯ সালের ২৮ মার্চ জন্মগ্রহণ করা এই চিত্রনায়ক আজ ৪৪ বছরে পা দিলেন। ১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে তার অভিনয় জীবনের শুরু হয়।