ঈদ উপলক্ষে ছোট পর্দার অনেক তারকাকে ব্যস্ত দেখা গেলেও, জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহিকে তেমনভাবে খবরে পাওয়া যায়নি। তবে নাটকের বদলে আলোচনায় চলে আসেন হঠাৎই—একটি নাচের ভিডিও ঘিরে। বিষয়টি ঘিরে যেমন দেখা গেছে আলোচনা, তেমনি উঠেছে সমালোচনার ঝড়।
১১ এপ্রিল, শুক্রবার, ইয়ামাহার একটি ইভেন্টে অংশ নিয়ে মঞ্চে নৃত্য পরিবেশন করেন মাহি। অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে নানা প্রশ্ন ও মন্তব্য করতে থাকেন নেটিজেনরা। মাহির পোশাক ও অঙ্গভঙ্গি নিয়ে কেউ বলেন, “নিজেকে যেন বলিউড অভিনেত্রী মনে করছেন।” কেউবা প্রশ্ন তোলেন, “এত ট্রান্সপারেন্ট জামা পরে কীভাবে তিনি মঞ্চে উঠলেন?”
এসব মন্তব্য ও সমালোচনায় খানিকটা বিরক্ত মাহি এবার মুখ খুলেছেন। জানান,
“আমি ইভেন্টে প্রায় এক ঘণ্টা পারফর্ম করেছি। নাচে নানা রকম মুদ্রা ছিল। কিন্তু সেই নাচ থেকে কিছু নির্দিষ্ট অংশ জুম করে প্রকাশ করা হয়েছে, যা খুবই বাজে লেগেছে। এমনটা মোটেও করা উচিত হয়নি।”
তিনি আরও বলেন,
“এটা আমার সঙ্গে প্রায়ই ঘটে। অনেকে মনে করেছেন, আমি বুঝি নাচের কস্টিউমের ভেতরে কিছুই পরিনি। কিন্তু আসলে আমি কস্টিউমের নিচে আরও দুটি জামা পরেছিলাম। যেহেতু কস্টিউমটি ছিল বডি ফিটিং, তাই হয়তো এমন লেগেছে কারও কাছে।”
এ প্রসঙ্গে মাহি বলেন,
“এই কস্টিউমটি আমি পেয়েছি রিহার্সেলের মাত্র একদিন আগে। সময় ছিল না পরিবর্তনের। তাই এটি পরেই মঞ্চে উঠতে হয় আমাকে।”
নাটকে সরব না থাকলেও সামিরা খান মাহি বর্তমানে ব্যস্ত রয়েছেন একটি নতুন অ্যান্থোলজি ফিল্মে। জাহিদ প্রীতম পরিচালিত ‘থার্স ডে নাইট’ নামের এই ফিল্মে দেখা যাবে মাহিকে। সব কিছু ঠিক থাকলে খুব শিগগিরই মুক্তি পাবে এই নাটক।