ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্লাস্টিক সার্জারি করে ‘চেহারা নষ্ট হয়েছে’—কটাক্ষের জবাব দিলেন মৌনী

বলিউড অভিনেত্রী মৌনী রায়কে নিয়ে এখন বেশ আলোচনা চলছে। অনেকে বলছেন, তিনি নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছেন, আর তাতে তার চেহারাটা নাকি আগের মতো নেই—এমন মন্তব্যও করেছেন অনেকে।

এই নিয়ে যখন চারদিকে কথা, তখন মৌনী একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসবের জবাব দিলেন।

তিনি বলেন,
“এ ধরনের কথা হতেই পারে, কিন্তু আমি এসব নিয়ে একদমই চিন্তিত না।”
আরও বলেন,
“আমি এসব নিয়ে ভাবিও না। কেউ যদি পর্দার আড়াল থেকে বসে আমাকে ট্রোল করে আর তাতেই তাদের ভালো লাগে, তাহলে সেটা করুক।”

এ কথাগুলো তিনি বলেন ১২ এপ্রিল সন্ধ্যায় মুম্বাইয়ে এক অনুষ্ঠানে

সম্প্রতি তার নতুন সিনেমা ‘ভূতনি’-র ট্রেলার বের হওয়ার পরই তার চেহারা নিয়ে আলোচনা শুরু হয়। অনেকে বলেন, তিনি ঠোঁট ও কপাল ঠিক করিয়েছেন, কেউ কেউ আবার বলেন সার্জারিতে ভুল হয়েছে

এই সিনেমায় মৌনী অভিনয় করেছেন এক ভূতের চরিত্রে, নাম ‘মহব্বত’
সিনেমাটি হরর, অ্যাকশন আর কমেডির মিশেল।
মৌনীর সঙ্গে আছেন সঞ্জয় দত্ত, পলক তিওয়ারি, সানি সিং আর আসিফ খান
সিনেমাটি ১৮ এপ্রিল মুক্তি পেতে পারে।

প্লাস্টিক সার্জারি করে ‘চেহারা নষ্ট হয়েছে’—কটাক্ষের জবাব দিলেন মৌনী

আপডেট সময়: ০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

বলিউড অভিনেত্রী মৌনী রায়কে নিয়ে এখন বেশ আলোচনা চলছে। অনেকে বলছেন, তিনি নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছেন, আর তাতে তার চেহারাটা নাকি আগের মতো নেই—এমন মন্তব্যও করেছেন অনেকে।

এই নিয়ে যখন চারদিকে কথা, তখন মৌনী একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসবের জবাব দিলেন।

তিনি বলেন,
“এ ধরনের কথা হতেই পারে, কিন্তু আমি এসব নিয়ে একদমই চিন্তিত না।”
আরও বলেন,
“আমি এসব নিয়ে ভাবিও না। কেউ যদি পর্দার আড়াল থেকে বসে আমাকে ট্রোল করে আর তাতেই তাদের ভালো লাগে, তাহলে সেটা করুক।”

এ কথাগুলো তিনি বলেন ১২ এপ্রিল সন্ধ্যায় মুম্বাইয়ে এক অনুষ্ঠানে

সম্প্রতি তার নতুন সিনেমা ‘ভূতনি’-র ট্রেলার বের হওয়ার পরই তার চেহারা নিয়ে আলোচনা শুরু হয়। অনেকে বলেন, তিনি ঠোঁট ও কপাল ঠিক করিয়েছেন, কেউ কেউ আবার বলেন সার্জারিতে ভুল হয়েছে

এই সিনেমায় মৌনী অভিনয় করেছেন এক ভূতের চরিত্রে, নাম ‘মহব্বত’
সিনেমাটি হরর, অ্যাকশন আর কমেডির মিশেল।
মৌনীর সঙ্গে আছেন সঞ্জয় দত্ত, পলক তিওয়ারি, সানি সিং আর আসিফ খান
সিনেমাটি ১৮ এপ্রিল মুক্তি পেতে পারে।