ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ডিসেম্বরের মধ্যে ভোট না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে: ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যেই আয়োজন করতে না পারলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুর ২টায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় পৌনে দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, “ডিসেম্বরে আমরা নির্বাচন চাই। প্রধান উপদেষ্টা বলেননি যে ডিসেম্বরে ভোট হবে না। তিনি বলেছেন, ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬-এর মধ্যে নির্বাচন হবে। তবে আমরা পরিষ্কার করে জানিয়েছি—আমাদের কাট-অফ টাইম ডিসেম্বরে।”

বিএনপি নির্বাচন সংক্রান্ত একটি সুনির্দিষ্ট রোডম্যাপ আশা করলেও তা না পাওয়ায় হতাশা প্রকাশ করেন মির্জা ফখরুল। বলেন, “নির্বাচন নিয়ে আলোচনায় আমরা একেবারেই সন্তুষ্ট নই। তবে দল ও মিত্রদের সঙ্গে আলোচনা করে আমরা আবার আপনাদের সামনে আসব।”

তিনি আরও বলেন, “আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আমাদের উদ্বেগের বিষয়গুলো জানিয়েছি। মুখ্য বিষয় ছিল নির্বাচনের রোডম্যাপ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা বিশ্বাস করি, দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনই সমস্যার সমাধান করতে পারে।”

বৈঠকে বিএনপির ৮ নেতা

বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলের শীর্ষস্থানীয় আটজন নেতা। এরা হলেন—

  • ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

  • মির্জা আব্বাস

  • গয়েশ্বর চন্দ্র রায়

  • আমির খসরু মাহমুদ চৌধুরী

  • সালাহউদ্দিন আহমেদ

  • ইকবাল হাসান মাহমুদ টুকু

  • মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ

  • এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি নির্বাচন নিয়ে সরকারের দেওয়া সংস্কার উদ্যোগগুলোকেও ইতিবাচকভাবে মূল্যায়ন করছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন, “সংস্কার কমিশন গঠনসহ সরকারের কিছু উদ্যোগকে আমরা সহযোগিতা করছি। কয়েকদিন আগে আমরা আমাদের মতামত দিয়েছি, আগামীকাল আবার বৈঠক হওয়ার কথা রয়েছে।”

ডিসেম্বরের মধ্যে ভোট না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে: ফখরুল

আপডেট সময়: ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যেই আয়োজন করতে না পারলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুর ২টায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় পৌনে দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, “ডিসেম্বরে আমরা নির্বাচন চাই। প্রধান উপদেষ্টা বলেননি যে ডিসেম্বরে ভোট হবে না। তিনি বলেছেন, ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬-এর মধ্যে নির্বাচন হবে। তবে আমরা পরিষ্কার করে জানিয়েছি—আমাদের কাট-অফ টাইম ডিসেম্বরে।”

বিএনপি নির্বাচন সংক্রান্ত একটি সুনির্দিষ্ট রোডম্যাপ আশা করলেও তা না পাওয়ায় হতাশা প্রকাশ করেন মির্জা ফখরুল। বলেন, “নির্বাচন নিয়ে আলোচনায় আমরা একেবারেই সন্তুষ্ট নই। তবে দল ও মিত্রদের সঙ্গে আলোচনা করে আমরা আবার আপনাদের সামনে আসব।”

তিনি আরও বলেন, “আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আমাদের উদ্বেগের বিষয়গুলো জানিয়েছি। মুখ্য বিষয় ছিল নির্বাচনের রোডম্যাপ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা বিশ্বাস করি, দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনই সমস্যার সমাধান করতে পারে।”

বৈঠকে বিএনপির ৮ নেতা

বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলের শীর্ষস্থানীয় আটজন নেতা। এরা হলেন—

  • ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

  • মির্জা আব্বাস

  • গয়েশ্বর চন্দ্র রায়

  • আমির খসরু মাহমুদ চৌধুরী

  • সালাহউদ্দিন আহমেদ

  • ইকবাল হাসান মাহমুদ টুকু

  • মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ

  • এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি নির্বাচন নিয়ে সরকারের দেওয়া সংস্কার উদ্যোগগুলোকেও ইতিবাচকভাবে মূল্যায়ন করছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন, “সংস্কার কমিশন গঠনসহ সরকারের কিছু উদ্যোগকে আমরা সহযোগিতা করছি। কয়েকদিন আগে আমরা আমাদের মতামত দিয়েছি, আগামীকাল আবার বৈঠক হওয়ার কথা রয়েছে।”