ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানালেন আলী রীয়াজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। জাতীয় ঐকমত্য কমিশনকে সহযোগিতা করায় তিনি বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।আলী রীয়াজ বলেন, ‘বিএনপির ভূমিকা জনগণের কাছে সমাদৃত। তাদের সংগ্রামের বিষয়ে কৃতজ্ঞতা।

 

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিএনপির সঙ্গে সংলাপ হয় জাতীয় ঐকমত্য কমিশনের। ওই সংলাপ শেষে এসব কথা বলেন আলী রীয়াজ।স্থায়ী গণতন্ত্রের জন্য জাতীয় সনদ তৈরি করাই ঐকমত্য কমিশনের মূল লক্ষ্য জানিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশে গণতন্ত্র যেন হোঁচট না খায় সেই ব্যবস্থা তৈরি করতে চায় কমিশন। বিএনপির পক্ষ থেকে সুস্পষ্টভাবে একমত হয়ে মতামত দেয়া হয়েছে, কিছু বিষয়ে দ্বিমত রয়েছে।

 

বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে জানিয়ে কমিশনের সহসভাপতি বলেন, ‘পাঁচটি কমিশনের সুপারিশ ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে স্প্রেডশিট দেয়া হয়েছিল দলগুলোকে। বিএনপিও সহযোগিতা করেছে, তাদের প্রতি সন্তুষ্টি, কৃতজ্ঞতা ও ধন্যবাদ।’

বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানালেন আলী রীয়াজ

আপডেট সময়: ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। জাতীয় ঐকমত্য কমিশনকে সহযোগিতা করায় তিনি বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।আলী রীয়াজ বলেন, ‘বিএনপির ভূমিকা জনগণের কাছে সমাদৃত। তাদের সংগ্রামের বিষয়ে কৃতজ্ঞতা।

 

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিএনপির সঙ্গে সংলাপ হয় জাতীয় ঐকমত্য কমিশনের। ওই সংলাপ শেষে এসব কথা বলেন আলী রীয়াজ।স্থায়ী গণতন্ত্রের জন্য জাতীয় সনদ তৈরি করাই ঐকমত্য কমিশনের মূল লক্ষ্য জানিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশে গণতন্ত্র যেন হোঁচট না খায় সেই ব্যবস্থা তৈরি করতে চায় কমিশন। বিএনপির পক্ষ থেকে সুস্পষ্টভাবে একমত হয়ে মতামত দেয়া হয়েছে, কিছু বিষয়ে দ্বিমত রয়েছে।

 

বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে জানিয়ে কমিশনের সহসভাপতি বলেন, ‘পাঁচটি কমিশনের সুপারিশ ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে স্প্রেডশিট দেয়া হয়েছিল দলগুলোকে। বিএনপিও সহযোগিতা করেছে, তাদের প্রতি সন্তুষ্টি, কৃতজ্ঞতা ও ধন্যবাদ।’