শাকিব খান ও নুসরাত জাহান অভিনীত ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’ ইউটিউবে ঝড় তুলেছে। প্রকাশের মাত্র ২০ দিনেই গানটির ভিউ সংখ্যা আড়াই কোটিরও বেশি! শুধু তাই নয়, গানটি দুটি ইউটিউব চ্যানেলে টানা ১৫ দিন ধরে ট্রেন্ডিংয়ে ১ ও ২ নম্বরে অবস্থান করছে—যা দেশের মিউজিক ভিডিও ইতিহাসে সাম্প্রতিক সময়ের উল্লেখযোগ্য ঘটনা।
টিজারেই দর্শকদের দৃষ্টি কাড়ে গানটি। শাকিব খান ও পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান-এর রসায়ন, আকর্ষণীয় নাচ এবং ঝকঝকে নির্মাণশৈলী গানটি নিয়ে আগ্রহ বাড়িয়ে তোলে। পুরো গান মুক্তির পর তা দর্শকদের প্রত্যাশা পূরণ করে, বরং ছাড়িয়ে যায়।
‘চাঁদ মামা’ গানটির কথা, সুর এবং গায়ক হিসেবে রয়েছেন প্রীতম হাসান, তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান। গানটির ব্যাপ্তি ৩ মিনিট ৩ সেকেন্ড। গানটি প্রকাশ হয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশনস এবং প্রীতম হাসানের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে।
-
রিয়েল এনার্জি: ১ কোটি ৫৯ লাখ+ ভিউ
-
প্রীতমের চ্যানেল: ১ কোটি ১ লাখ+ ভিউ
মোট: আড়াই কোটিরও বেশি ভিউ, আর মন্তব্যের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে।
প্রীতম হাসান জানিয়েছেন, গানটি তৈরি হয়েছিল অনেক আগে, ২০১৭-১৮ সালে। পরে পরিচালক মেহেদী হাসান গানটি শোনার পরই পছন্দ করেন এবং ‘বরবাদ’ সিনেমার চরিত্র ও প্লটের সঙ্গে মিল রেখে গানটি যুক্ত করার সিদ্ধান্ত নেন।
এর আগে ‘তুফান’ সিনেমার ‘লাগে উরাধুরা’ গানে প্রীতমের কণ্ঠ এবং শাকিব-মিমির নাচ ব্যাপক জনপ্রিয়তা পায়। তাই ‘চাঁদ মামা’র টিজার দেখে অনেকেই ধারণা করেছিলেন, এটি হয়তো সেই জনপ্রিয়তার ধারা বজায় রাখবে। বাস্তবেও ঠিক তা-ই হয়েছে।
দর্শকদের অনেকেই বলেছেন, গানটির সহজ কথা, আকর্ষণীয় সুর, এবং প্রীতম ও দোলার গায়কির মেলবন্ধন গানটিকে প্রাণবন্ত করে তুলেছে। এছাড়া শাকিব খানের লুক, নাচের স্টাইল এবং নুসরাত জাহানের আবেদনময়ী পারফরম্যান্স গানটির প্রতি বাড়তি আকর্ষণ তৈরি করেছে।