ওপার বাংলার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয় সৃজিতের। সঙ্গে বুকে হালকা ব্যথা অনুভব করায় তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়। রাতেই তার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (১৯ এপ্রিল) টেস্টের রিপোর্ট আসার কথা রয়েছে। রিপোর্ট স্বাভাবিক হলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।
চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়েছে, বর্তমানে সৃজিতের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। তবে তার পুরোপুরি সুস্থতার জন্য আরও কিছু পর্যবেক্ষণ প্রয়োজন।
জানা গেছে, সৃজিত জুন মাস থেকে শুরু করতে যাচ্ছেন তার নতুন ছবি ‘লহো গৌরাঙ্গের নাম রে’-এর শুটিং। পাশাপাশি একটি নতুন নাটকের মহড়া শুরুরও কথা ছিল তার। কিন্তু তার আগেই অসুস্থ হয়ে পড়ায় সাময়িকভাবে এসব কাজ থেমে গেছে।
পরিচালকের অসুস্থতার খবরে টলিউডে ছড়িয়ে পড়েছে উদ্বেগের ছায়া। সহকর্মী, বন্ধু ও ভক্তরা সামাজিক মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করছেন।