আফরান নিশো তাঁর জন্মদিনে ঘোষণা দিয়েছেন, তিনি বড় পর্দায় ফিরছেন। এ ক্ষেত্রে তার সঙ্গে থাকছেন দুই নায়িকা, সুনেরাহ বিনতে কামাল ও তমা মির্জা। দেড় বছরেরও বেশি সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত থাকলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে তার বড় চুলের ছবি নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। এর মধ্যেই একটি গণমাধ্যমে খবর আসে যে, আফরান নিশো শিহাব শাহীনের নতুন সিনেমা *‘দাগি’*তে যুক্ত হয়েছেন।
৮ ডিসেম্বর, রোববার, অভিনেতা আফরান নিশোর জন্মদিনে তিনি তাঁর অনুরাগীদের মন ভালো করে জানান, আসছে ঈদুল ফিতরে বড় পর্দায় ফিরছেন তিনি। একটি প্রচারণা ভিডিওতে নিশোকে বলতে শোনা গেছে, “এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পাইলে কি আর দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে!”
‘দাগি’ সিনেমাটি একটি গল্পনির্ভর সিনেমা, যা মূলত এক হিরোর গল্প নিয়ে। নির্মাতা শিহাব শাহীনের ভাষ্য, “এটি মুক্তি ও প্রায়শ্চিত্যের গল্প। আমরা দর্শককে নতুন কিছু দেখানোর চেষ্টা করেছি। এ ধরনের গল্প এখানকার দর্শক আগে কখনো দেখেনি। গত দুই বছর ধরে আমরা গল্পটি নিয়ে কাজ করছি।”
অন্যদিকে, নায়িকা তমা মির্জাও দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন। যদিও এই সময়ের মধ্যে অনেক সিনেমার প্রস্তাব পেয়েছেন, তবুও তিনি সেগুলোর সঙ্গে এগোতে রাজি হননি। তমা বলেন, “এটা আমার জন্য একদিকে চ্যালেঞ্জ, অন্যদিকে প্রশান্তির বিষয়। দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারছি কিনা, সেটা একটি চ্যালেঞ্জ। তবে প্রশান্তি হলো, দেরি করে হলেও আমি একটা ভালো প্রোডাকশনে ফিরতে পারছি। ‘দাগি’র গল্পটা আমাকে অনেক ভালো লেগেছে। কার বিপরীতে কাজ করছি, সেটা তেমন গুরুত্বপূর্ণ নয়; আমার কাছে গল্প ও পরিচালকই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
সিনেমার শুটিং শিডিউল ও লোকেশন সম্পর্কে নির্মাতা এবং প্রযোজনা প্রতিষ্ঠান এখনও বিস্তারিত কিছু জানাননি, তবে ধীরে ধীরে সব তথ্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।