ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

‘বরবাদ’ এর দারুণ সফলতার পরেও কেন খুশি নন প্রযোজক

এবারের ঈদে ঢালিউডের সবচেয়ে আলোচিত ছবি নিঃসন্দেহে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। মুক্তির পর থেকেই সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে হাউসফুল চলছে সিনেমাটি। দর্শক ভিড় করছে হুমড়ি খেয়ে, আর তাতেই সিনেমার আয় পেরিয়ে গেছে প্রায় ৫০ কোটি টাকা, যা ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ।

তবে এমন ব্যবসায়িক সাফল্যের মধ্যেও অসন্তোষ প্রকাশ করেছেন প্রযোজক শাহরিন আক্তার সুমি। তার অভিযোগ, দেশের বহু সিঙ্গেল স্ক্রিন হলে টিকিট বিক্রির প্রকৃত হিসাব দেওয়া হচ্ছে না— বরং সেখানে চলছে প্রকাশ্য “চুরি”।

প্রযোজক সুমির ভাষ্য অনুযায়ী, জয়দেবপুরের ‘উল্কা’ সিনেমা হলে এমনই চিত্র ধরা পড়ে। যেখানে ৪৬০ আসনের হলে ঢুকেছে সাড়ে ৬০০-র বেশি দর্শক, অথচ রিপোর্টে দেখানো হয়েছে মাত্র ৪৮০।
তিনি বলেন—

“আমাদের ডিস্ট্রিবিউশন টিমের লোকেরা এসি ক্যাটাগরিতে গুনে দেখেছে ৬৭৮ জন ছিল। ডিসি ক্যাটাগরিতে ঢুকতেই দেওয়া হয়নি। তাহলে বাকি ২০০-৩০০ দর্শকের টিকিটের হিসাব কোথায়?”

শুধু হিসাব নয়, প্রযোজকের লোকজনকে হল থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। সুমির দাবি, তিনি নতুন প্রযোজক বলেই তাকে “চোখ রাঙিয়ে” এই অনিয়ম করা হচ্ছে।

‘বরবাদ’ ছবির সফল ব্যবসা সত্ত্বেও, এই ধরনের অনিয়মে ভীষণ ক্ষুব্ধ প্রযোজক। তিনি বলেন—

“হল মালিকরা যদি পুরো লাভ নিজেরা ভোগ করতে চায়, তাহলে ইন্ডাস্ট্রির উন্নতি কিভাবে হবে? ২০-৩০ আসনের গরমিল মানা যায়, কিন্তু ২০০-৩০০? এটা স্পষ্ট চুরি।”

এমন পরিস্থিতিতে ভবিষ্যতে শুধুমাত্র মাল্টিপ্লেক্সে ছবি মুক্তি দেওয়ার কথাও ভাবছেন তিনি। শাকিব খানকে নিয়ে আরও তিনটি সিনেমা নির্মাণের পরিকল্পনাও জানালেন সুমি।

প্রযোজক আরও বলেন, শিল্পীদের কাছ থেকে সম্মান না নিয়ে অনেকেই শুধু ‘সালাম’ দিয়ে বিনিময়ে টাকা চান— এটা যেন একটা সিস্টেমে পরিণত হয়েছে। অনেকে আবার বড় বড় দাবি নিয়ে ফ্রি টিকিট চান। সুমি বলেন—

“আমরা তো বিশেষ প্রদর্শনী করব, সবার জন্য। সেখানেই সবাইকে আমন্ত্রণ জানানো হবে। আগে থেকে দাবি করে টিকিট চাওয়া মানসিকতার পরিবর্তন হওয়া উচিত।”

প্রযোজক সুমি জানিয়েছেন, দেশীয় আয় দিয়ে লগ্নির কাছাকাছি পৌঁছেছেন। আন্তর্জাতিকভাবে ছবিটি মুক্তি পেলে আয় আরও বাড়বে বলেই আশা করছেন।

‘বরবাদ’ এর দারুণ সফলতার পরেও কেন খুশি নন প্রযোজক

আপডেট সময়: ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

এবারের ঈদে ঢালিউডের সবচেয়ে আলোচিত ছবি নিঃসন্দেহে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। মুক্তির পর থেকেই সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে হাউসফুল চলছে সিনেমাটি। দর্শক ভিড় করছে হুমড়ি খেয়ে, আর তাতেই সিনেমার আয় পেরিয়ে গেছে প্রায় ৫০ কোটি টাকা, যা ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ।

তবে এমন ব্যবসায়িক সাফল্যের মধ্যেও অসন্তোষ প্রকাশ করেছেন প্রযোজক শাহরিন আক্তার সুমি। তার অভিযোগ, দেশের বহু সিঙ্গেল স্ক্রিন হলে টিকিট বিক্রির প্রকৃত হিসাব দেওয়া হচ্ছে না— বরং সেখানে চলছে প্রকাশ্য “চুরি”।

প্রযোজক সুমির ভাষ্য অনুযায়ী, জয়দেবপুরের ‘উল্কা’ সিনেমা হলে এমনই চিত্র ধরা পড়ে। যেখানে ৪৬০ আসনের হলে ঢুকেছে সাড়ে ৬০০-র বেশি দর্শক, অথচ রিপোর্টে দেখানো হয়েছে মাত্র ৪৮০।
তিনি বলেন—

“আমাদের ডিস্ট্রিবিউশন টিমের লোকেরা এসি ক্যাটাগরিতে গুনে দেখেছে ৬৭৮ জন ছিল। ডিসি ক্যাটাগরিতে ঢুকতেই দেওয়া হয়নি। তাহলে বাকি ২০০-৩০০ দর্শকের টিকিটের হিসাব কোথায়?”

শুধু হিসাব নয়, প্রযোজকের লোকজনকে হল থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। সুমির দাবি, তিনি নতুন প্রযোজক বলেই তাকে “চোখ রাঙিয়ে” এই অনিয়ম করা হচ্ছে।

‘বরবাদ’ ছবির সফল ব্যবসা সত্ত্বেও, এই ধরনের অনিয়মে ভীষণ ক্ষুব্ধ প্রযোজক। তিনি বলেন—

“হল মালিকরা যদি পুরো লাভ নিজেরা ভোগ করতে চায়, তাহলে ইন্ডাস্ট্রির উন্নতি কিভাবে হবে? ২০-৩০ আসনের গরমিল মানা যায়, কিন্তু ২০০-৩০০? এটা স্পষ্ট চুরি।”

এমন পরিস্থিতিতে ভবিষ্যতে শুধুমাত্র মাল্টিপ্লেক্সে ছবি মুক্তি দেওয়ার কথাও ভাবছেন তিনি। শাকিব খানকে নিয়ে আরও তিনটি সিনেমা নির্মাণের পরিকল্পনাও জানালেন সুমি।

প্রযোজক আরও বলেন, শিল্পীদের কাছ থেকে সম্মান না নিয়ে অনেকেই শুধু ‘সালাম’ দিয়ে বিনিময়ে টাকা চান— এটা যেন একটা সিস্টেমে পরিণত হয়েছে। অনেকে আবার বড় বড় দাবি নিয়ে ফ্রি টিকিট চান। সুমি বলেন—

“আমরা তো বিশেষ প্রদর্শনী করব, সবার জন্য। সেখানেই সবাইকে আমন্ত্রণ জানানো হবে। আগে থেকে দাবি করে টিকিট চাওয়া মানসিকতার পরিবর্তন হওয়া উচিত।”

প্রযোজক সুমি জানিয়েছেন, দেশীয় আয় দিয়ে লগ্নির কাছাকাছি পৌঁছেছেন। আন্তর্জাতিকভাবে ছবিটি মুক্তি পেলে আয় আরও বাড়বে বলেই আশা করছেন।