ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

‘আপার ক্লাস থেকে সাধারণ দর্শক—সবাই দেখছেন বরবাদ’

সিনেমা মুক্তির ২২তম দিনেও দর্শকের উচ্ছ্বাসে মুখর প্রেক্ষাগৃহ। ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা যেন কমছেই না। আর সেই উচ্ছ্বাসের মুহূর্তে অংশ নিতে সোমবার (২১ এপ্রিল) হাজির হলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে।

শাকিব বলেন,

“এত মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। গুলশানের আপার ক্লাস থেকে শুরু করে গুলিস্তানের সাধারণ দর্শক—সবাই এই সিনেমা দেখছেন। সবাই বলছেন, ‘হ্যাঁ, এটাই তো সিনেমা!’”

সিনেমা মুক্তির পর থেকেই টিকিট নিয়ে হাহাকার চলছে দেশজুড়ে। এমনকি শাকিব খান নিজেই জানিয়েছিলেন, তার পরিবারের সদস্যরাও সময়মতো টিকিট পাচ্ছেন না।

শাকিব খান আত্মবিশ্বাসের সঙ্গে বলেন,

“অনেকে ভাবছেন ‘বরবাদ’ হয়তো শেষ সিনেমা, যেটা ১০০ কোটির ক্লাবে ঢুকবে। আমি বলি, এটা শেষ নয়, বরং শুরু। গত বছর ‘তুফান’ ভালো করেছিল, এবার ‘বরবাদ’ আরও ভালো করেছে। সামনের সিনেমাগুলো ইনশাআল্লাহ আরও বেশি করবে।”

শাকিব উদাহরণ টেনে আরও বলেন,

“আমাদের পাশের দেশে এক সিনেমা এক সপ্তাহেই ১০০ কোটির ব্যবসা করেছে—এটা তাদের জন্য বিরাট সাফল্য। কিন্তু নির্মাতাদের লক্ষ্য ছিল ১ হাজার কোটি। এখন সেই দেশে সিনেমা ১ হাজার কোটিতে না পৌঁছালে সেটাকে সুপারহিট বলা হয় না। আমরাও সে লক্ষ্যেই এগোচ্ছি।”

মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। এছাড়া ছবিতে রয়েছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু ও যীশু সেনগুপ্তের মতো গুণী শিল্পীরা।

প্রেক্ষাগৃহে দর্শকদের এমন আগ্রহ ও হলভর্তি দৃশ্য ঢাকাই সিনেমার সাম্প্রতিক ইতিহাসে খুব কমই দেখা গেছে। শাকিব খানের মতে,

“এটা শুধু আমার না, পুরো ইন্ডাস্ট্রির জয়ের গল্প। দর্শক আবার হলমুখী হচ্ছেন, এটাই সবচেয়ে বড় পাওয়া।”

‘আপার ক্লাস থেকে সাধারণ দর্শক—সবাই দেখছেন বরবাদ’

আপডেট সময়: ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

সিনেমা মুক্তির ২২তম দিনেও দর্শকের উচ্ছ্বাসে মুখর প্রেক্ষাগৃহ। ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা যেন কমছেই না। আর সেই উচ্ছ্বাসের মুহূর্তে অংশ নিতে সোমবার (২১ এপ্রিল) হাজির হলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে।

শাকিব বলেন,

“এত মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। গুলশানের আপার ক্লাস থেকে শুরু করে গুলিস্তানের সাধারণ দর্শক—সবাই এই সিনেমা দেখছেন। সবাই বলছেন, ‘হ্যাঁ, এটাই তো সিনেমা!’”

সিনেমা মুক্তির পর থেকেই টিকিট নিয়ে হাহাকার চলছে দেশজুড়ে। এমনকি শাকিব খান নিজেই জানিয়েছিলেন, তার পরিবারের সদস্যরাও সময়মতো টিকিট পাচ্ছেন না।

শাকিব খান আত্মবিশ্বাসের সঙ্গে বলেন,

“অনেকে ভাবছেন ‘বরবাদ’ হয়তো শেষ সিনেমা, যেটা ১০০ কোটির ক্লাবে ঢুকবে। আমি বলি, এটা শেষ নয়, বরং শুরু। গত বছর ‘তুফান’ ভালো করেছিল, এবার ‘বরবাদ’ আরও ভালো করেছে। সামনের সিনেমাগুলো ইনশাআল্লাহ আরও বেশি করবে।”

শাকিব উদাহরণ টেনে আরও বলেন,

“আমাদের পাশের দেশে এক সিনেমা এক সপ্তাহেই ১০০ কোটির ব্যবসা করেছে—এটা তাদের জন্য বিরাট সাফল্য। কিন্তু নির্মাতাদের লক্ষ্য ছিল ১ হাজার কোটি। এখন সেই দেশে সিনেমা ১ হাজার কোটিতে না পৌঁছালে সেটাকে সুপারহিট বলা হয় না। আমরাও সে লক্ষ্যেই এগোচ্ছি।”

মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। এছাড়া ছবিতে রয়েছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু ও যীশু সেনগুপ্তের মতো গুণী শিল্পীরা।

প্রেক্ষাগৃহে দর্শকদের এমন আগ্রহ ও হলভর্তি দৃশ্য ঢাকাই সিনেমার সাম্প্রতিক ইতিহাসে খুব কমই দেখা গেছে। শাকিব খানের মতে,

“এটা শুধু আমার না, পুরো ইন্ডাস্ট্রির জয়ের গল্প। দর্শক আবার হলমুখী হচ্ছেন, এটাই সবচেয়ে বড় পাওয়া।”