সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে ঢাকায় আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশের রাষ্ট্রদূত।
সোমবার বেলা ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
আলোচনায় বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে হবে, গণতন্ত্র, অর্থপাচার নিয়েও আলোচনা হতে পারে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, বৈঠকে বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে সবার সঙ্গে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে।
এবারই প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নের ২৮ রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের সঙ্গে একত্রে আলোচনায় বসতে যাচ্ছেন। ইউরোপের ২০ দেশের রাষ্ট্রদূত নয়াদিল্লিতে এবং ৭ রাষ্ট্রদূত ঢাকায় অবস্থান করেন। অপরজন ঢাকায় ইইউ মিশনের প্রধান।
এ বিষয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম বলেছেন, এই বৈঠক বাংলাদেশ ও ইইউর মধ্যকার সম্পর্ককে আরও সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে।
এর আগে গত ৬ নভেম্বর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইইউ’র রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ইইউ’র এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক পাওলা পামপালোনি। তখন অন্তর্বর্তী সরকারের পাশে থাকার বার্তা দেয় ইউরোপীয় ইউনিয়ন।