বলিউডের বাদশাহ শাহরুখ খান—কখনো মুখ ঢাকা যোদ্ধার বেশে, কখনো দাড়ি-চুলে অচেনা রূপে, আবার কখনো রাজার মতো গাম্ভীর্যে হাজির হন রুপালি পর্দায়। তার প্রতিটি সিনেমা আজও প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় এনে দেয়। ভিন্ন ভিন্ন চরিত্রে তিনি এমনভাবে মিশে যান, যেন দর্শকের মনে চিরস্থায়ী ছাপ ফেলে দেন অনায়াসে।
এবার তিনি ফিরছেন এক ব্যতিক্রমী চরিত্রে, যা জড়িয়ে রয়েছে পারিবারিক আবেগ, প্রেম, অতীত ও ভবিষ্যতের টানাপোড়েন নিয়ে। নতুন সিনেমা ‘কিং’-এ শাহরুখকে দেখা যাবে এক সম্পূর্ণ নতুনভাবে। শুধু সিনেমার নামই নয়, এটি যেন তার আত্মপরিচয়েরও প্রতিচ্ছবি।
এই সিনেমায় তার সঙ্গে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে তার কন্যা সুহানা খানকে। আর এখানেই গল্পের মোড় ঘুরিয়ে দিচ্ছেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
‘কিং’ সিনেমায় দীপিকাকে দেখা যাবে শাহরুখ খানের সাবেক প্রেমিকা এবং সুহানার মায়ের ভূমিকায়। যদিও এটি একটি ক্যামিও চরিত্র, তবে নির্মাতারা বলছেন, এই সংক্ষিপ্ত উপস্থিতিই হতে চলেছে সিনেমার সবচেয়ে বড় চমক!
এই প্রসঙ্গে মজার ছলেই শাহরুখ বলেন, “দীপিকাই তো আমার সাবেক প্রেমিকা, সুহানার মা।”
প্রথমে জানা গিয়েছিল, ‘কিং’ পরিচালনা করবেন সুজয় ঘোষ। কিন্তু পরবর্তীতে পরিচালনার দায়িত্ব পান ‘পাঠান’ খ্যাত সিদ্ধার্থ আনন্দ। পরিচালকের এই রদবদল সত্ত্বেও শাহরুখ তার এই প্রজেক্টকে ঘিরে রেখে দিয়েছেন সর্বোচ্চ যত্ন ও নজরদারি।
জানা গেছে, সিনেমার বাজেট ইতোমধ্যে ভেঙে দিয়েছে আগের সব রেকর্ড। আগামী মাসেই শুরু হচ্ছে দীপিকার শুটিং। এমনকি তিনি ইতোমধ্যে সুহানার সঙ্গে একাধিক দৃশ্যের মহড়াও সেরে ফেলেছেন।