নিউ ইয়র্কে নতুন পরিচয়ে আসছেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি এবার উপস্থাপক হিসেবে তার ক্যারিয়ারে নতুন একটি পদক্ষেপ নিলেন। তিনি যুক্ত হয়েছেন নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র “ঠিকানা”-এর সঙ্গে এবং সেখানে উপস্থাপক হিসেবে একটি টকশো উপস্থাপন করবেন। এই অনুষ্ঠানে শোবিজ এবং চলচ্চিত্রের তারকারা উপস্থিত থাকবেন।
জায়েদ খান একটি গণমাধ্যমে জানিয়েছেন, “প্রথম কোনো কিছু সব সময়ই স্পেশাল। এটি আমার প্রথম উপস্থাপনা, তাই আমি খুবই এক্সাইটেড এবং কিছুটা নার্ভাসও। আমি চাই দর্শকরা আমাকে কীভাবে গ্রহণ করে সেটি দেখতে। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের চলচ্চিত্র ও সংস্কৃতিকে তুলে ধরতে চাই।”
তিনি আরও জানান, “বিদেশে ‘ঠিকানা’ বাংলা ভাষাভাষীদের জন্য কাজ করছে এবং তাদের জন্য অনেক কিছু করছে। আমি কৃতজ্ঞ যে তারা আমাকে এই আয়োজনে অন্তর্ভুক্ত করেছে।”
চলতি বছরের জুলাইয়ে নিউ ইয়র্কে গিয়েছিলেন জায়েদ খান এবং তখন থেকেই তিনি সেখানেই অবস্থান করছেন। তার নতুন এই উদ্যোগ বাংলাদেশী দর্শকদের জন্য একটি আকর্ষণীয় এবং নতুন অভিজ্ঞতা হতে চলেছে।