ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। রূপালি পর্দার নায়িকা হলেও বাস্তব জীবনের নায়ক তার বাবা। আজ, ৫ মে, মিমের বাবা বীরেন্দ্র নাথ সাহার জন্মদিনে বাবার প্রতি অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।
মিম তার বাবা সম্পর্কে লেখেন, “সেই মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা, যিনি সবসময় আমার নায়ক, আমার পথপ্রদর্শক এবং আমার সবচেয়ে বড় সমর্থক ছিলেন। আমি তোমাকে ভালোবাসি, বাবা।” বাবার সঙ্গে তোলা কিছু দারুণ মুহূর্তের ছবিও শেয়ার করেন মিম।
অভিনয় জগতে নানা নায়কের সঙ্গে পর্দায় জুটি বেঁধেছেন মিম। তবে বাস্তব জীবনে তার হৃদয়ের নায়ক স্বামী সনি পোদ্দার। দেশ-বিদেশের ভ্রমণে সনি প্রায়শই থাকেন তার সঙ্গী। তবে মিমের হৃদয়ের গভীরে বিশেষ স্থান অধিকার করে আছেন তার বাবা।
সাম্প্রতিক সময়েও মিম সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। কখনও সুইমিংপুলে সাঁতারের ছবি, কখনও ভ্রমণের মুহূর্ত – নানা পোস্টে আলোচনায় থাকেন তিনি। অনুরাগীরাও তার সৌন্দর্য ও অনুভূতি প্রকাশের ভঙ্গিকে বরাবরই প্রশংসা করে থাকেন।
২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে পা রাখেন মিম। হুমায়ূন আহমেদ পরিচালিত আমার আছে জল সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর নাটক ও চলচ্চিত্র – উভয় মাধ্যমে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।
আপনি কি এটি কোনো নির্দিষ্ট পত্রিকা বা ওয়েবসাইটে প্রকাশের জন্য তৈরি করতে চা