বলিউডের আইকনিক অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান ইতিমধ্যেই ‘কালা’, ‘দ্য রেলওয়ে ম্যান’, ও সর্বশেষ ‘লগআউট’ সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন। তবে তার ক্যারিয়ারের শুরুটা যতটা আশাব্যঞ্জক, সম্প্রতি ঘটে যাওয়া এক ঘটনাই আবার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে এই তরুণ অভিনেতাকে।
গতকাল সকালে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বাবিল বলিউড ইন্ডাস্ট্রির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। ভিডিওতে তিনি বলেন, “বলিউড একটা জঘন্য জায়গা। এখানকার লোকজন খুবই রূঢ়।” সেই সময় বাবিলকে অঝোরে কাঁদতেও দেখা যায়। বলিউডের ভেতরের বৈষম্য, মানসিক চাপে থাকা শিল্পীদের দুরবস্থা— এসব নিয়েই তিনি মর্মবেদনায় ভেঙে পড়েন বলে ধারণা ভক্তদের।
ভিডিওতে তিনি অনন্যা পান্ডে, অর্জুন কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, শানায়া কাপুর, রাঘব জুয়াল, আদর্শ গৌরব ও অরিজিৎ সিংয়ের নাম উল্লেখ করেন। তবে কেন এই নামগুলো উল্লেখ করেছেন বা তাদের সঙ্গে তার ক্ষোভের সম্পর্ক কী, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি।
অল্প সময়ের মধ্যেই ভিডিওটি মুছে ফেলেন বাবিল এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও বন্ধ করে দেন।
বিকেলে বাবিলের পরিবারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়, যেখানে বলা হয়, “বাবিলের কথাগুলো ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।” তারা জানান, “কয়েক বছর ধরে বাবিল মানসিক স্বাস্থ্যের বিষয়ে খোলামেলা কথা বলছেন। গত রাতের ভিডিও ছিল এমনই একটি কঠিন মানসিক অবস্থার ফল। তবে সে নিরাপদে আছে এবং দ্রুত সুস্থ হয়ে উঠছে।”
পরিবারের দাবি, বাবিল যেসব বলিউড তারকার নাম বলেছেন, তাদের নিয়ে নেতিবাচক কিছু বলেননি। বরং তারা হিন্দি চলচ্চিত্রের ইন্ডাস্ট্রি বদলে দিতে সাহায্য করছেন— বাবিল সেটাই বোঝাতে চেয়েছেন।
বাবিলের আচমকা এমন আবেগঘন ভিডিও এবং তারপর সেটি মুছে ফেলার ঘটনাটি বলিউডে চাপা পড়া মানসিক যন্ত্রণার দিকটি আবারও সামনে এনেছে বলে মনে করছেন অনেকেই।